Crime News: জমি বিবাদের জের আক্রান্ত মা-ছেলে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মা! গ্রেফতার এক

Last Updated:

Crime News: জমি বিবাদের জের আক্রান্ত এক স্কুল ছাত্র ও তার মা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা, গ্রেফতার এক। বসিরহাট থানার মধ্যমপুর টাকি রোডের ধারের ঘটনা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বসিরহাট, অনুপম সাহা: জমি বিবাদের জের আক্রান্ত এক স্কুল ছাত্র ও তার মা , আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা, গ্রেফতার এক। বসিরহাট থানার মধ্যমপুর টাকি রোডের ধারের ঘটনা। দীর্ঘদিন ধরে মনিরুল গাজির পরিবারের সঙ্গে সেরিনা বিবি ও তার পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল।
আজ, মঙ্গলবার দুপুরে মনিরুল গাজি প্রথমে সেলিনা বিবিদের দোকানে যায়, সেখানে সেলিনা বিবির ছেলে রায়হান গাজিকে মারধর করে এবং সেখান থেকে সেলিনা বিবির বাড়িতে আসে। সেলিনা বিবির বাড়িতে এসে সেলিনা বিবিকে লোহার রড বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। এলাকার মানুষ এসে সেলিনা বিবিকে উদ্ধার করে  এবং রক্তাক্ত অবস্থায় সেলিনা বিবিকে ও তার ছেলেকে বসিরহাট সুপার স্পেশ‍্যালিটি হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ।
advertisement
advertisement
সেলিনা বিবিকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে নিলেও রায়হান গাজিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় ডাক্তার। এই ঘটনার পরেই মনিরুল গাজী এলাকায় ছেড়ে পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ মনিরুল গাজীকে ধরে ফেলে ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: জমি বিবাদের জের আক্রান্ত মা-ছেলে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মা! গ্রেফতার এক
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement