Fire at Delhi Airport T3: দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বাসে আগুন! ঘটনাস্থলে দমকল
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
এয়ার ইন্ডিয়ার বাসে আগুন। দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩য়ের ঘটনা। এয়ার ইন্ডিয়া বিমানের খুব কাছেই আগুন ধরে যায় বাসে। ঘটনাস্থলে দমকল। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। বাসে কোন যাত্রী ছিল না বলে সূত্রের খবর।
নয়াদিল্লিঃ এয়ার ইন্ডিয়ার বাসে আগুন। দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩য়ের ঘটনা। এয়ার ইন্ডিয়া বিমানের খুব কাছেই আগুন ধরে যায় বাসে। ঘটনাস্থলে দমকল। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। বাসে কোন যাত্রী ছিল না বলে সূত্রের খবর।
একজন AISATS মুখপাত্র বলেন, ‘দিল্লি বিমানবন্দরে একটি কোচে আগুন লাগার একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। ঘটনাটির সময় গাড়িটিতে কেউ ছিল না, এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ নির্ধারণের জন্য বর্তমানে তদন্ত চলছে, এবং AISATS সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 1:54 PM IST

