'তোলপাড়' করা মোড়... কৃষ্ণনগরে ছাত্রী খুনে ধৃত অভিযুক্ত দেশরাজের বাবা! কোথা থেকে গ্রেফতার হল শুনলে চমকে যাবেন

Last Updated:

দীর্ঘ টালবাহানার পর কৃষ্ণনগরে ছাত্রীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দ প্রতাপ সিংকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ।

News18
News18
সমীর রুদ্র, নদিয়া: অবশেষে পুলিশের হাতে গ্রেফতার দেশরাজের বাবা রঘুবিন্দ প্রতাপ সিং৷ দীর্ঘ টালবাহানার পর কৃষ্ণনগরে ছাত্রীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দ প্রতাপ সিংকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। রাজস্থানের জয়সলমীর থেকে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে সোমবার তাঁকে কৃষ্ণনগর নিয়ে আসা হবে।
গত সোমবার বাড়িতে ঢুকে গুলি করা হয় কৃষ্ণনগরের ওই ছাত্রীকে।  উত্তরপ্রদেশে গা ঢাকা দেয় দেশরাজ। পুলিশের ৩টি দল রওনা দেয় উত্তরপ্রদেশে। দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করা হয়। দেশরাজের বাবাকেও গ্রেফতারির তোড়জোড়
শুরু হয়৷ গত রবিবার গ্রেফতার হয় দেশরাজ৷  ট্রানজিট রিমান্ডে সোমবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়। এক সপ্তাহের ব্য়বধানে তার বাবাও ধরা পড়ে৷
advertisement
advertisement
ঈশিতাকে খুন করার পর এক সপ্তাহের বেশি সময় গা ঢাকা দিয়েছিল দেশরাজ৷ শেষ পর্যন্ত নেপালে পালানোর আগেই উত্তরপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ এ দিন দেশরাজের টিআই প্যারেডের জন্য ঈশিতার মা এবং ভাইকে কৃষ্ণনগর জেলে নিয়ে যায় পুলিশ৷ সেখানেই দেশরাজকে সামনে দেখে উত্তেজিত হয়ে পড়েন ঈশিতার মা৷ এর পরেই অবশ্য নিজেকে সামলে নেন তিনি৷ কান্নায় ভেঙে পড়েন ঈশিতার মা৷ দেশরাজকে দেখেই চিনতে পারেন ঈশিতার মা এবং ভাই৷ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিআই প্যারেড প্রক্রিয়া সম্পন্ন হয়৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'তোলপাড়' করা মোড়... কৃষ্ণনগরে ছাত্রী খুনে ধৃত অভিযুক্ত দেশরাজের বাবা! কোথা থেকে গ্রেফতার হল শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement