Crime News: পুলিশের পরীক্ষার আগেই প্রশ্নপত্র বিক্রি হচ্ছিল তাঁবুর মধ্যে! বর্ধমানে ধরা পড়ল চক্রের ১০ সদস্য
- Reported by:Saradindu Ghosh
- local18
- Published by:Salmali Das
Last Updated:
Crime News: জঙ্গলের মাঝে তাঁবু খাটিয়ে বিক্রি হচ্ছিল পুলিশ কনস্টেবল চাকরি পরীক্ষার প্রশ্নপত্র। পুলিশি অভিযানে গ্রেফতার দশ। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়। কয়েকটি গাড়ি জলের ট্যাঙ্কার ও টেন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ।
কলকাতাঃ জঙ্গলের মাঝে তাঁবু খাটিয়ে বিক্রি হচ্ছিল পুলিশ কনস্টেবল চাকরি পরীক্ষার প্রশ্নপত্র। পুলিশি অভিযানে গ্রেফতার দশ। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়। কয়েকটি গাড়ি জলের ট্যাঙ্কার ও টেন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
টাকার বিনিময়ে রাজ্য পুলিশের চাকরি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছিল পূর্ব বর্ধমানের আউশগ্রামের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কলমডাঙ্গা গ্রামে। পূর্ব বর্ধমান ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দল সেখানে হানা দেয়। সেখান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি দুটি ছোট গাড়ি ও পঞ্চায়েতের একটি জলের ট্যাংক আটক করেছে পুলিশ।
advertisement
advertisement
রাজ্য পুলিশের চাকরি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে আগাম দেওয়ার ব্যবস্হা করা হয়েছিল জঙ্গলের মাঝে। শনিবার সেই পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হচ্ছিল কলমডাঙ্গা গ্রামের জঙ্গলে। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ চাকরিপ্রার্থীদের অনেকেই পুলিশ দেখে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে গ্রেফতার করে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
বর্ধমান থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,ঘটনায় মোট দশজনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে বর্ধমান স্টেশন থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে কলমডাঙার ক্যাম্পের সন্ধান মেলে। সেখানে রীতিমতো তাঁবু খাটিয়ে প্রশ্ন বিক্রির ব্যবস্হা করা হয়েছিল। জল, খাবারের ব্যবস্হা করা হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট একযোগে অভিযান চালায়। সেখান থেকে আরও সাতজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়।ধৃতরা মালদহ,নদিয়া ও পুরুলিয়ার বাসিন্দা।
advertisement
এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত, কোথায় কোথায় কতজনকে কত টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছিল, এ জন্য কত দিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল – এসব এখন তদন্তে খতিয়ে দেখছে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আদালতে তোলা হয়েছে। তাদের নিজেদের হেফাজতে নিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী পুলিশ অফিসাররা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 30, 2025 6:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: পুলিশের পরীক্ষার আগেই প্রশ্নপত্র বিক্রি হচ্ছিল তাঁবুর মধ্যে! বর্ধমানে ধরা পড়ল চক্রের ১০ সদস্য










