ধাক্কা মারল গাছে! বাস দুমড়ে মুচড়ে ভয়াবহ দুর্ঘটনা বনগাঁয়! কী পরিণতি ২০ জন যাত্রীর?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
দুর্ঘটনার পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকাবাসী থেকে পথ চলতি সাধারণ মানুষজন। তাদের অভিযোগ, বনগাঁ বাগদা সড়কের বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তা, বড় বড় গর্তে বর্ষার কারণে আরও ভয়াবহ অবস্থা। ফলে রাস্তার কারণেই এই দুর্ঘটনা।
উত্তর ২৪ পরগনা: দুর্ঘটনার কবলে বনগাঁ বাগদা সড়কে যাত্রীবাহী বাস! গুরুতর আহত একাধিক যাত্রী, ভাঙা রাস্তার কারণে দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। এ দিন সীমান্ত শহর বনগাঁয় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। বনগাঁ থানার চাঁদা এলাকায় বাগদা থেকে বনগাঁগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা গাছে।
ঘটনায় গুরুতর আহত হয় বেশ কয়েকজন যাত্রী। আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। এই ঘটনার পরই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকাবাসী থেকে পথ চলতি সাধারণ মানুষজন। তাদের অভিযোগ, বনগাঁ বাগদা সড়কের বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তা, বড় বড় গর্তে বর্ষার কারণে আরও ভয়াবহ অবস্থা। ফলে রাস্তার কারণেই এই দুর্ঘটনা।
advertisement
advertisement
advertisement
অতীতেও ঘটেছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তা সংস্কার না হলে, দুর্ঘটনা হতেই থাকবে বলে আশঙ্কা তাদের। বহুবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি বলে অভিযোগ। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ এসে উদ্ধার কার্যের পাশাপাশি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে প্রায় ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায় তাদের সকলেরই চিকিৎসা চলছে হাসপাতালে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 12:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধাক্কা মারল গাছে! বাস দুমড়ে মুচড়ে ভয়াবহ দুর্ঘটনা বনগাঁয়! কী পরিণতি ২০ জন যাত্রীর?