North 24 Parganas News: এক ফাটলে সর্বনাশ! বসছে ইছামতীর বাঁধ! রাত পাহারায় গ্রামবাসী

Last Updated:

হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেলার বিলে ইছামতি নদীর বাঁধে বড়সড় ফাটল। বাঁধ বসে গিয়ে ফাটল ক্রমেই বাড়ছে। রাত জেগে বাঁধ পাহারায় গ্রামবাসী।

+
নদী

নদী বাঁধে ভাঙন 

উত্তর ২৪ পরগণা: এক ফাটলে সর্বনাশ! ইছামতীর ভাঙনে চরম দুশ্চিন্তায় গ্রামবাসী। বর্ষা মানেই সুন্দরবনের মানুষের কাছে আতঙ্ক। নদী ফুললেই বাঁধ ভেঙে জল ঢুকে যায় বাড়ি ঘরে, মাঠঘাট সব তলিয়ে যায়। এবারও তার অন্যথা হল না। হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেলার বিল এলাকার ইছামতি নদীর বাঁধে বড় ফাটল ধরেছে। স্লুইস গেট সংলগ্ন প্রায় ৫০-৬০ ফুট বাঁধ বসে গিয়ে ফাটল ক্রমেই বাড়ছে।
গ্রামের বাসীন্দা নিতীশ মণ্ডল, উদ্দীপ আলী মতো অনেকেই জানিয়েছেন, বর্ষা এলেই রাত জেগে বাঁধ পাহারা দিতে হয়। কেউ ভরা কোটালের সময় নদীর গর্জন শুনে শিউরে ওঠে, আবার কেউ ঘর ছেড়ে অন্যের বারান্দায় আশ্রয় নেন। নদীর বাঁধ ভেঙে গেলে নোনা জল ঢুকে ধান, মেছো ঘেরি, বাড়ি ঘর সব শেষ হয়ে যাবে, সেটা ভেবেই আতঙ্কে দিন কাটছে গ্রামের মানুষ।
advertisement
advertisement
গত কয়েক বছরে আইলা, আমফান, বুলবুলের মতো ঝড়ে এই এলাকা কতবার জলে ডুবেছে, মানুষ কত সম্পদ হারিয়েছে, তার হিসেব নেই। তাই গ্রামের মানুষ চাইছেন, এবারের মতো যেন আর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত না হয়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই বাঁধে সামান্য মেরামতির কাজ হলেও, স্থায়ী সমাধান করা হয়নি। সেচ দফতরের কাজ অনেক সময় বর্ষার ঠিক আগের মুহূর্তে শুরু হলেও অর্ধেক কাজ ফেলে রেখে চলে যায়। ফলে ভরা বর্ষায় নদীর চাপে বাঁধ আর ধরে রাখতে পারে না।
advertisement
কয়েকজন মৎস্যজীবী জানিয়েছেন, বাঁধ ভেঙে গেলে নদীর নোনা জল মাছের ঘেরে ঢুকে পড়ে, সব মাছ মরে যায়। এভাবে ক্ষতি হতে হতে তারা দেনায় ডুবে গেছেন। অনেকেই শহরে গিয়ে দিনমজুরির কাজ করতে বাধ্য হয়েছেন। এই প্রসঙ্গে স্যান্ডেলার বিল পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস জানিয়েছেন, পঞ্চায়েতের তরফে নজরদারি চলছে। হিঙ্গলগঞ্জের বিডিও এবং সেচ দফতরকে জানান হয়েছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এলাকাবাসীর দাবি, শুধু নজরদারি নয়, দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু হোক। তাদের আশঙ্কা, নদীর বাঁধের এই ভাঙন দ্রুত আটকান না গেলে বর্ষার মাঝপথে বিশাল অংশে বাঁধ ভেঙে গিয়ে জল গ্রামে ঢুকে যাবে। তখন উদ্ধার ত্রাণের উপর ভরসা করে বেঁচে থাকা ছাড়া আর কোনও উপায় থাকবে না।
advertisement
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: এক ফাটলে সর্বনাশ! বসছে ইছামতীর বাঁধ! রাত পাহারায় গ্রামবাসী
Next Article
advertisement
Mamata Banerjee on SIR: A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন সৌগতকে
A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন স
  • নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷

  • নামের বানান জট নিয়ে সরব তৃণমূলনেত্রী৷

  • কীভাবে ভোটারদের বাদ যাওয়া নাম ফেরানোর চেষ্টা, বিএলএ-দের দিলেন পরামর্শ৷

VIEW MORE
advertisement
advertisement