Weird Medicinal Tree: এক গাছে লুকিয়ে ৬৫ রকম রোগের দাওয়াই! লুকোনো ব্যথা-জ্বালা, গোপন রোগ সারাচ্ছে এই গাছ!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
এই বিশেষ গাছ ওষুধের জন্যই, ময়না গ্রামে জমছে নানা ধরনের রোগীদের ভিড়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের দারস্থ হয়েছে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ।
উত্তর ২৪ পরগনা: গাছেই সারছে ৬৫ রকমের রোগ! এমনই দাবি ঘিরে উত্তাল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ময়না গ্রাম। সেখানে এই ‘গাছের ওষুধ’ সংগ্রহে এখন ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। সকাল থেকে রাত – অবিশ্বাস্য ভিড়ে কার্যত মেলার চেহারা নিয়েছে গোটা এলাকা। রোগীরা দূরদূরান্ত থেকে ছুটে আসছেন। তাঁদের বিশ্বাস, এই ওষুধেই নাকি মিলছে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা।
গ্রামের এক যুবক (অপরূপ বৈদ্য) প্রথমে ‘স্বপ্নাদেশে’ গাছের এই গুণাবলি সম্পর্কে জানতে পারেন বলে দাবি করেন। সেই থেকেই রোগ সারাতে এই ওষুধ ব্যবহারেই মেলে ফল। এরপর থেকেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তার এই বিশেষ গাছ ওষুধের কথা। কেউ কেউ বলছেন, এই গাছের ছোঁয়ায় তাঁদের বহুদিনের রোগও সেরে গিয়েছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
জেলার পাশাপাশি রাজ্যের নানা প্রান্ত থেকে এখন মানুষজন চিকিৎসা পেতে হাজির হচ্ছেন এই ময়না গ্রামে। একেক দিন প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের ভিড় সামাল দিতে অতিষ্ঠ হয়ে উঠছেন স্থানীয় এলাকার মানুষজন। একপ্রকার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম স্থানীয় স্কুল।
advertisement
ওষুধ পাওয়ার জন্য রাত জেগেও অনেকে অপেক্ষা করছেন বলে জানা গিয়েছে। ব্যাপক ভিড়কে কাজে লাগিয়ে স্থানীয় এলাকায় রীতিমতো বসে গিয়েছে দোকানপাটও। এখন তাই এই বিশেষ গাছ ওষুধের জন্যই, ময়না গ্রামে জমছে নানা ধরনের রোগীদের ভিড়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের দারস্থ হয়েছে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2025 10:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weird Medicinal Tree: এক গাছে লুকিয়ে ৬৫ রকম রোগের দাওয়াই! লুকোনো ব্যথা-জ্বালা, গোপন রোগ সারাচ্ছে এই গাছ!