ভুয়ো বিল দিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ? আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার সিপিআইএম পঞ্চায়েত প্রধান
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
CPIM Panchayat Pradhan Arrested: এর আগেও একাধিক টেন্ডার দুর্নীতির অভিযোগে এই প্রধানের নাম জড়িয়েছিল বলে জানা গিয়েছে
নদিয়া, সমীর রুদ্রঃ সিপিআইএম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ভুয়ো বিল দিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ। এবার সেই অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে। ভুয়ো বিল দিয়ে টাকা তোলার অভিযোগে কানাইনগর পঞ্চায়েতের সিপিআইএম প্রধান টগরী ঘোষ গ্রেফতার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেহট্ট ১ ব্লকের বিডিওর অভিযোগের ভিত্তিতে সিপিআইএম পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভুয়ো বিল তৈরি করে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর আগেও একাধিক টেন্ডার দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছিল এই প্রধানের।
আরও পড়ুনঃ চা খেয়ে আর ফেরা হল না! দ্রুতগতিতে ছুটে এল গাড়ি, তারপর…! মর্মান্তিক পরিণতি ২ যুবকের
জানা গিয়েছে, ওই পঞ্চায়েত প্রধান হার্ডওয়ারের দোকান, হোটেল সহ বিভিন্ন দোকানের বিল দিয়ে দফায় দফায় পঞ্চায়েতের কোষাগার থেকে কয়েক লক্ষ টাকা তুলেছেন। অথচ বাস্তবে ওই নামে কোনও দোকান বা হোটেল নেই। এরপরই তেহট্ট ১ ব্লকের বিডিও তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এবার কানাইনগর পঞ্চায়েতের সিপিআইএম প্রধান টগরী ঘোষকে গ্রেফতার করল পুলিশ।
advertisement
advertisement
যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিক টেন্ডার দুর্নীতির অভিযোগে এই প্রধানের নাম জড়িয়েছিল বলে জানা গিয়েছে। এবার ভুয়ো বিল দিয়ে টাকা তোলার অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 6:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভুয়ো বিল দিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ? আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার সিপিআইএম পঞ্চায়েত প্রধান