তৃণমূলের বিজয় মিছিলে হামলার অভিযোগ অস্বীকার সিপিএমের

Last Updated:

তৃণমূলের বিজয় মিছিলে হামলা সশস্ত্র দুষ্কৃতীর।

#শাসন:  তৃণমূলের বিজয় মিছিলে হামলা সশস্ত্র দুষ্কৃতীর। দলের অঞ্চল সভাপতি সইফার রহমানকে কুপিয়ে ধরা পড়ে যায় হামলাকারী। গণধোলাইয়ে মৃত্যু হয় তারও। বুধবার বিকেলের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শাসনের ফলতি বেলিয়াঘাটায়। হামলায় মজিদ মাস্টারের অনুগামীদেরই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার সিপিএমের।
উত্তর চব্বিশ পরগনার ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েত। আসন সংখ্যা উনিশ। যার মধ্যে ১৬টি-তেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। জয় এসেছে পঞ্চায়েত সমিতির একটি আসনেও। তাই সোমবার বিকেলে এলাকায় বিজয় মিছিল বের করে শাসকদল। নেতৃত্বে ছিলেন অঞ্চল সভাপতি সইফার রহমান। অভিযোগ, পঞ্চায়েত অফিসের কাছে মিছিল পৌঁছতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় রজব আলি। এলোপাথাড়ি কোপে লুটিয়ে পড়েন সইফার। বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হামলায় আঙুল উঠছে শাসনের এককালের ত্রাস মজিদ মাস্টারের দিকে।
advertisement
যদিও বিরোধীদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফসল এই দু’জনের মৃত্যু। শাসক দলের নেতাকে খুন। গণধোলাইয়ে হামলাকারীর মৃত্যু। ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বারাসতের এসডিপিও দুর্বার বন্দ্যোপাধ্যায়। ঘটনার তদন্ত শুরু করেছে শাসন থানা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তৃণমূলের বিজয় মিছিলে হামলার অভিযোগ অস্বীকার সিপিএমের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement