Birbhum News: শান্তিনিকেতন নিয়ে কভার-পোস্টকার্ড প্রকাশ ভারতীয় ডাকবিভাগের
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
শান্তিনিকেতন এখন ইউনেস্কো স্বীকৃত বিশ্বের ঐতিহ্যবাহী ভবনগুলির তালিকায়। তাই কবিগুরুর তৈরি এই বিশ্বভারতীকে বিশেষ সম্মান দিল ভারতীয় ডাকবিভাগ।
বীরভূম: সম্প্রতি শান্তিনিকেতনকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যক্ষেত্র হিসাবে স্বীকৃতি জানিয়েছে। এবার সেই সম্মান জানাতেই যোগাযোগ মন্ত্রকের ভারতীয় ডাকবিভাগ আটটি ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করে শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও ভারতীয় ডাকবিভাগের যৌথ অনুষ্ঠানে শান্তিনিকেতনের ঐতিহাসিক ভবনের ছবিসহ গুরুত্বপূর্ণ ঐতিহ্য ক্ষেত্রগুলি স্থান পেয়েছে।
সোমবার আনুষ্ঠানিকভাবে ডাকটিকিটের উদ্বোধন করেন অধ্যাপক অমর পাল, কলকাতা আঞ্চলিকের পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার, প্রধান হেরিটেজ কমিটির সমন্বয়কারী অধিকারিক সাথী গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ, পাঠভবন ও সংগীত ভবনের পড়ুয়া, ডাকবিভাগের কর্মী ও অন্যরা।
advertisement
advertisement
উল্লেখ্য, রবীন্দ্রনাথের স্মৃতিতে ২০২২ সালে শান্তিনিকেতন ডাকবিভাগে তৈরি হয় বিশেষ সংগ্রহশালা। নাম দেওয়া হয় ছায়া বীথি। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ডাকটিকিট স্থান পায়। সেই সংগ্রহশালার ডাকটিকিটগুলিই তুলে ধরা হয়েছে লিপিকা প্রেক্ষাগৃহে। যেখানে বিশ্বভারতীর পড়ুয়া থেকে প্রাক্তনীরা ডাক টিকিট প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন এবং ডাক টিকিট, স্ট্যাম্প সংগ্রহও করছেন।
advertisement
পোস্টমাস্টার জেনারেল কলকাতা আঞ্চলিকের অশোক কুমার জানান, “রবীন্দ্রনাথ ও বিশ্ব ঐতিহ্যক্ষেত্রকে সম্মান জানাতে ভারতীয় ডাকবিভাগ নতুন ভাবে ইতিহাসিক ভবনের ছবি সহ ৮টি ডাক টিকিটের উদ্বোধন করা হয়েছে। শান্তিনিকেতন থেকে যে প্রান্তে চিঠি যাক না কেন থাকবে ওয়ার্ল্ড হেরিটেজের বিশেষ স্ট্যাম্প।”
প্রসঙ্গত রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব পরিচিতির কারণে তাকে নিয়ে ৩৪ টি দেশ থেকে স্মারক ডাকটিকিট, ডাক টিকিটের সিটলেট, উদ্বোধনী খাম,বিশেষ খাম,পোস্ট কার্ড, বিশেষ সিলমোহর প্রকাশ করেছে। রবীন্দ্রনাথকে নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় ভারত থেকে ১৯৫২ সালে ১ অক্টোবর। যার মূল্য ছিল ১২ আনা।
advertisement
বাংলাদেশ ১৯৯১ সালে ৭আগস্ট বিশ্বকবির ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথমবার স্মারক ডাক টিকিট উদ্বোধন করেন যার মূল্য ছিল চার টাকা। ২০১১ সালের ৬মে সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিটি ১০ টাকার চারটি ডাক টিকিটের পর শান্তিনিকেতনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র স্বীকৃতি স্বরূপ ৫ টাকার মূল্যে আটটি ডাক টিকিট উদ্বোধন করল ডাক বিভাগ।
advertisement
সৌভির রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 20, 2024 7:41 PM IST
