Hooghly News: টানা ৬ মাস চালবেন সাইকেল,পরিবেশ বাঁচাতে দেশ ভ্রমণ চুঁচুড়ার দম্পতির

Last Updated:

পরিবেশ বাঁচাতে ও স্কুল ছাত্র-ছাত্রীদের বার্তা পৌঁছে দিতে সাইকেলে করে এক দম্পতির দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরবেন আগামী ছ মাস ।

+
সাইকেলে

সাইকেলে ভ্রমণ দম্পতির

আরামবাগ: পরিবেশ বাঁচাতে ও স্কুল ছাত্র-ছাত্রীদের বার্তা পৌঁছে দিতে সাইকেলে করে এক দম্পতির দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরবেন আগামী ছ মাস । প্রতিটি মানুষই চায় নিজের জীবনকে সমস্ত ধরনের সৌন্দর্য দিয়ে ভরিয়ে তুলতে। এদিকে, আধুনিকতার ছোঁয়া লেগে ডিজিটাল যুগে এসে নিজেদের আধুনিকীকরণ করে তুলতে ক্রমান্বয়ে ধ্বংসের পথে যেতে বসেছে পরিবেশের ভারসাম্য। এইরকম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সকলেই যখন নিজের নিজের কর্ম ব্যস্ততায় নিয়োজিত, তখন পরিবেশ রক্ষার্থে সাধারণ মানুষদের এবং স্কুল পড়ুয়াদের সচেতন বার্তা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গথেকে দেশের বিভিন্ন রাজ্যে বাইসাইকেলে করে ভ্রমণ করবেন হুগলির চুঁচুড়ার বাসিন্দা প্রদীপ ও সংগীতা।
এদিন তারা চুঁচুড়া থেকে গোঘাটের উপর দিয়ে রওনা দেন । জানা গেছে,পরিবেশ বাঁচাতে স্বামী স্ত্রী সাইকেলে করে এ রাজ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান থেকে শুরু করে উত্তর ভারত ভ্রমণ করবেন।এই বিষয়ে তারা জানান পরিবেশের ভারসাম্য দিনের পর দিন হারিয়ে যেতে বসেছে। গ্রাম থেকে শহর সমস্ত জায়গাতেই আস্তে আস্তে বৃক্ষ ছেদন করা হচ্ছে। যার ফলে পরিবেশের নষ্ট হতে বসেছে। বর্তমান সময়ে এখন পরিবেশ নিয়ে কেউ ভাবে না।বিভিন্ন সময় দূষণের থেকে নোংরা আবর্জনা পরিবেশ দূষিত করছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তাই আমরা দুজন ঠিক করেছি বিভিন্ন প্রান্তে সাইকেলে করে পরিবেশ রক্ষা করার জন্য আমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: টানা ৬ মাস চালবেন সাইকেল,পরিবেশ বাঁচাতে দেশ ভ্রমণ চুঁচুড়ার দম্পতির
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement