#তমলুক: বিরোধীদের মারধরের নিদান দিয়ে কমিশনের কোপে তমলুকের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর। নন্দীগ্রামে একটি প্রচারসভায় বিরোধীদের মারধরের নিদান দেন বিজেপি প্রার্থী। তাঁর এমন মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। জেলাশাসকের কাছে এ নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
সিদ্ধার্থ নস্কর ছাড়াও বিতর্কিত মন্তব্যে কমিশনের কোপে পড়েছেন আরেক বিজেপি নেতা মহাদেব সরকার ৷ বিজেপির নদিয়া উত্তরের সাংগঠনিক জেলা সভাপতি মহাদেব সরকার। টানা আটচল্লিশ ঘণ্টা তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে ব্যক্তিগত আক্রমণের জেরেই এই পদক্ষেপ। এই প্রথম এরাজ্যে কোনও নেতার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।