Jhargram News: জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় ঝাড়গ্রামের ২ প্রতিযোগী

Last Updated:

Jhargram News: জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম হল ঝাড়গ্রামে ভূমিকন্যা শর্মিষ্ঠা দত্ত এবং তৃতীয় স্থান করছে ঝাড়গ্রামের ভূমিপুত্র বিমান সাহা। 

শর্মিষ্ঠা দত্ত ও বিমান সাহা
শর্মিষ্ঠা দত্ত ও বিমান সাহা
ঝাড়গ্রাম: দিনের পর দিন যোগাসনে গুরুত্ব বাড়ছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। রাজ্য থেকে শুরু করে জাতীয়, জাতীয় থেকে শুরু করে আন্তর্জাতিক স্তর থেকে স্বর্ণপদক জয়লাভ করে ঝাড়গ্রামের জন্য নিয়ে আসছে প্রতিযোগীরা। এবার জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম হল ঝাড়গ্রামে ভূমিকন্যা শর্মিষ্ঠা দত্ত এবং তৃতীয় স্থান করছে ঝাড়গ্রামের ভূমিপুত্র বিমান সাহা।
ইন্ডিয়ান যোগা ফেডারেশনের উদ্যোগে ঝাড়খণ্ডের ধানবাদে ৪৩তম ন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হয় চলতি ডিসেম্বর মাসের ২৮,২৯ ও ৩০ তারিখ ৩ দিন ধরে। ৪০ থেকে ৫০ বছর বয়সের মহিলা বিভাগে শর্মিষ্ঠা দত্ত প্রথম এবং পুরুষ বিভাগে বিমান সাহা তৃতীয় হয়। তাঁদের এই জয়ের পরে উচ্ছ্বাস ঝাড়গ্রামবাসীর চোখে মুখে।
প্রথম স্থান অধিকারকারী শর্মিষ্ঠা দত্ত এবং তৃতীয় স্থান অধিকারকারী বিমান সাহাকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জানানও হয়। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুকমল চন্দ্র ওরফে টন দা বলেন,”দিনের পর দিন আমাদের ঝাড়গ্রামে যোগাসনের চর্চা বাড়ছে। মানুষ নিজের মন ও শরীরকে সুস্থ রাখতে যোগাসনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে এবং এই যোগাসনের হাত ধরেই ঝাড়গ্রামের নাম আলোকিত হচ্ছে সব জায়গায়”।
advertisement
advertisement
জাতীয় স্তরে স্বর্ণপদক জয়লাভকারী প্রতিষ্ঠা দত্ত এবং ব্রোঞ্জ পদক জয় লাভ কারি বিমান সাহাকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। মন্ত্রী বলেন ,” তাঁদের দু’জনকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আগামীদিনে তাঁরা যোগাসনে আরও এগিয়ে যাক। আমি সব সময় তাঁদের পাশে রয়েছি”।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় ঝাড়গ্রামের ২ প্রতিযোগী
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement