Medical Student: কলেজের তিনতলার ছাদ থেকে ঝাঁপ, গুরুতর জখম কসবার ছাত্রী! কাঁথির ঘটনায় বিরাট চাঞ্চল‍্য

Last Updated:

Medical Student: তিনতলার ছাদ থেকে পড়ে গুরুতর জখম কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজে। সূত্রের খবর অনুযায়ী, ছাত্রীর বাড়ি কলকাতার কসবায়। মারাত্মক জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিত্‍সাধীন ওই ছাত্রী।

কলেজের তিনতলার ছাদ থেকে ঝাঁপ, গুরুতর জখম কসবার ছাত্রী! কাঁথির ঘটনায় বিরাট চাঞ্চল‍্য
কলেজের তিনতলার ছাদ থেকে ঝাঁপ, গুরুতর জখম কসবার ছাত্রী! কাঁথির ঘটনায় বিরাট চাঞ্চল‍্য
কাঁথি: তিনতলার ছাদ থেকে পড়ে গুরুতর জখম কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে কাঁথির রঘুনাথ আয়ুর্বেদ কলেজে। সূত্রের খবর অনুযায়ী, ছাত্রীর বাড়ি কলকাতার কসবায়। মারাত্মক জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিত্‍সাধীন ওই ছাত্রী।
রঘুনাথ আয়ুর্বেদ কলেজের ঘটনায় চাঞ্চল‍্য এলাকায়। গুরুতর জখম হয়েছেন ওই ছাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ার কারণে রেফার। বর্তমানে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিত্‍সা চলছে জখম পড়ুয়ার।
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, কলেজের তিন তলা থেকে ঝাঁপ দিয়েছে ওই ছাত্রী। কিন্ত কেন ঝাঁপ দিলেন তিনি? এখনও পর্যন্ত অধরা কারণ। রঘুনাথ আয়ুর্বেদ কলেজে প্রথম বর্ষের ছাত্রী ওই পড়ুয়া। ছাত্রীর বাড়ি কলকাতার কসবায়। জানা গিয়েছে নাম সমর্ণিতা দত্ত।
advertisement
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পরেই মেডিক‍্যাল কলেজে থ্রেট কালচার নিয়ে উঠেছে বড় অভিযোগ। গতকাল, রবিবারই ফের আরজি কর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নার্সিং পড়ুয়া। রুমমেটদের সঙ্গে অশান্তির জেরেই নাকি আত্মহত্যার চেষ্টা করেন ওই পড়ুয়া। কাঁথির ঘটনার ক্ষেত্রেও সবদিক খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Medical Student: কলেজের তিনতলার ছাদ থেকে ঝাঁপ, গুরুতর জখম কসবার ছাত্রী! কাঁথির ঘটনায় বিরাট চাঞ্চল‍্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement