পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Murshidabad: ভোট প্রচারের জন্য তৃণমূলের একটি মিছিল শুরু হওয়ার আগেই কংগ্রেস কর্মী ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয়।
মুর্শিদাবাদ: আগামী শনিবার পঞ্চায়েত নির্বাচন। গ্রাম বাংলার গণতান্ত্রিক উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে সামিল হবেন গ্রাম বাংলার মানুষ।তবে বেশ কিছুদিন ধরেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় রাজনৈতিক তাপ উত্তাপ তুঙ্গে। কোথাও বোমাবাজি, কোথাও বা প্রতিরোধ গড়ে তুলছে রাজনৈতিক দল। যার ফলে উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার রাজনীতি।
ফলে পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কোন্দল বৃদ্ধি পাচ্ছে। উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ জেলা। বুধবার মুর্শিদাবাদ জেলার সুতির বাউড়িপুনি এলাকায় তৃণমূলের মিছিল শুরু হওয়ার আগেই তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দিল কংগ্রেস কর্মীরা। এমনটাই অভিযোগ করছেন তৃণমূল কর্মীরা। গুরুতর আহত অবস্থায় কুরবান আলি নামে তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে স্হানীয় হাসপাতালে।
advertisement
আরও পড়ুন- ভ্যানে লাগিয়েছেন দলীয় পতাকা, এই ভ্যানচালক এ বার পঞ্চায়েত নির্বাচনে বাম প্রার্থী
জানা যায়, ভোট প্রচারের জন্য তৃণমূলের একটি মিছিল শুরু হওয়ার আগেই কংগ্রেস কর্মী ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। আর সেই বচসা থেকেই মারামারির আকার ধারণ করে। দুই পক্ষের মধ্যে চলে লাঠি নিয়ে মারামারির ঘটনা।
advertisement
advertisement
এই প্রসঙ্গে উমরাপুর অঞ্চলের উপপ্রধানের প্রতিনিধি একরামুল হক জানিয়েছেন, ওই আক্রান্ত তৃণমূল কর্মীর নাম কুরবান আলী। তাঁকে মেরে রক্তাক্ত করে দিয়েছে কংগ্রেসের কর্মীরা।
যদিও কংগ্রেস এইসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। এই ঘটনায় রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সুতি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2023 11:21 PM IST