Baharampur: বহরমপুর পুরসভার ৩নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর বাড়িতে দুষ্কৃতী হামলা, গুলি চলার অভিযোগ
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বহরমপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারের বাড়িতে দুষ্কৃতীদের হামলা
#বহরমপুর: বহরমপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী টুম্পা সরকারের বাড়িতে দুষ্কৃতীদের হামলা। বুধবার রাতে টুম্পা সরকারের বাড়ি লক্ষ্য করে ৫রাইন্ড গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ। বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হলে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার কে শাবেরী রাজকুমার বলেন, '' আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে, শীঘ্রই গ্রেফতার করা হবে।''
বহরমপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছেন টুম্পা সরকার। অভিযোগ, বুধবার রাতে বহরমপুরের মোহনরায় পাড়ায় তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা, তাঁকে খুনের চেষ্টায় চালানো হয় গুলি। একটি গুলি দরজার মধ্যে আটকে যায়। টুম্পা সরকারের অভিযোগ, '' তৃণমূল বুঝতে পেরে গিয়েছে আমার জয় নিশ্চিত। তাই ওরা ভয় পেয়ে হামলা চালিয়েছে। আমার স্বামী দরজা খুলতেই পর পর ৫রাউন্ড গুলি চালানো হয়। ওরা খুন করতে এসেছিল। তবে আমরা সমস্ত ঘটনা অধীর চৌধুরীকে জানিয়েছি। তিনি আমাদের পাশে আছেন। আমরা ভোটের ময়দান ছেড়ে যাব না।''
advertisement
advertisement
প্রার্থী টুম্পা সরকারের স্বামী ও টাউন কংগ্রেসের সাধারণ সম্পাদক পিনাকি সরকার বলেন, '' আমাদের বাড়ির সমানের রাস্তার আলো সন্ধ্যা থেকে বন্ধ করে রাখা হয়েছিল। রাতে হঠাৎই আমাদের নাম ধরে রাস্তায় কয়েকজন ডাকাডাকি শুরু করে। দরজা খুলতেই পর পর ৫রাউন্ড গুলি চালায়। আমি নিশ্চিত শাসকদলের দুষ্কৃতীরা এই হামলা করেছে। ৩নং ওয়ার্ডে ওদের হার নিশ্চিত এই আতঙ্কেই ওরা হামলা করেছে। এমনকী ১২ তারিখের মধ্যে আমার স্ত্রীর মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়।''
advertisement
যদিও এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন বলে দাবি করেন ৩নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উমা ঘোষ। তিনি বলেন, '' এই ঘটনার বিষয়ে আমার কিছু জানা নেই। আমরা তৃণমূল দলের হয়ে মানুষের স্বার্থে কাজ করি। তৃণমূল দল কোনও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত নয়।'' ৩নং ওয়ার্ড-এর তৃণমূলের সভাপতি মিন্টু ঘোষ বলেন, ''এই ঘটনার বিষয়ে এখনও আমি কিছু জানতে পারিনি। তৃণমূলের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।''
advertisement
ঘটনা প্রসঙ্গে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, '' বহরমপুর শহরে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার পরিকল্পনা শুরু করে দিয়েছে শাসকদল। কংগ্রেস প্রার্থীদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2022 10:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baharampur: বহরমপুর পুরসভার ৩নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর বাড়িতে দুষ্কৃতী হামলা, গুলি চলার অভিযোগ