Sampriti Flyover: সম্প্রীতি উড়ালপুলে স্পিড বার, গতিতে রাশ টানতে ব্যবস্থা প্রশাসনের
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Sampriti Flyover: গতির জেরে দুর্ঘটনা ঘটা নিয়ে সম্প্রীতি উড়ালপুল বেশ কয়েকবার উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এইবার সেই গতিতেই রাশ টানতে সম্প্রীতি উড়ালপুলে বসল স্পিড বার
দক্ষিণ ২৪ পরগনা: গতির জেরে দুর্ঘটনা ঘটায় সম্প্রীতি উড়ালপুল বেশ কয়েকবার উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এইবার সেই গতিতেই রাশ টানতে সম্প্রীতি উড়ালপুলে বসল স্পিড বার। এটি অটোমেটিক সিস্টেমে কাজ করবে।খেয়ালখুশি মতো গাড়ি চালালেই হবে জরিমানা। সঙ্গে শাস্তিও হতে পারে।
আপাতত এমন বার বসানো হয়েছে উড়ালপুলের ঠিক মাঝখানে। পরবর্তী সময় সাত কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুলে পর্যায়ক্রমে আরও কয়েকটি স্পিড লিমিট বার বসানো হবে। অটোমেটিক স্পিড লিমিট বারে ধরা পড়বে গাড়ি কত কিলোমিটার স্পিডে ছুটছিল, কোথায় এবং কোন সময় কত গতি বাড়ানো হয়েছে ইত্যাদি। পাশাপাশি গাড়ির ছবিও উঠে যাবে ক্যামেরায়।এরপর জরিমানার মেসেজ সরাসরি চলে যাবে চালক বা মালিকের মোবাইলে। আপাতত এই অটোমেটিক স্পিড লিমিট বার নিয়ন্ত্রিত হবে ডায়মন্ডহারবার পুলিস জেলার জেলা কার্যালয় পৈলান থেকে।
advertisement
advertisement
পরবর্তীকালে এটি মহেশতলা ট্রাফিক পুলিসের অধীনে আসবে। একারণে মহেশতলায় ট্রাফিক পুলিসের একটি স্থায়ী অফিস তৈরি হবে। গত কয়েক বছরে একাধিক পথ দুর্ঘটনা হয়েছে এখানে। উপর থেকে নীচে গাড়ি পড়া থেকে শুরু করে বাইক ও অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষ সহ একাধিক ঘটনা ঘটেছে এখানে। এখনও পর্যন্ত এই সেতুতে মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের। ফলে এই স্পিড বার সেই গতিকে কতটা রাশ পড়াতে পারে তাই এখন দেখার বিষয়।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 23, 2024 5:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sampriti Flyover: সম্প্রীতি উড়ালপুলে স্পিড বার, গতিতে রাশ টানতে ব্যবস্থা প্রশাসনের









