East Medinipur News:অদম্য লড়াই! কলেজ পড়ুয়া সুনিতা আবার হেঁটে কলেজ যাবে

Last Updated:

২০২৩ এ কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় দু পা হারিয়ে যায় ওই কলেজ ছাত্রীর। ঠিক এক বছরের মাথায় আবার পায়ে হেঁটে কলেজ যাওয়ার স্বপ্ন পূরণ হল।

+
কৃত্রিম

কৃত্রিম পা লাগান হচ্ছে কলেজ ছাত্রীর সুনিতা ভার্মার দেহে

কোলাঘাট : প্রখ্যাত ভারতীয় অভিনেত্রীনৃত্যশিল্পী সুধা চন্দ্রনের কথা মনে আছে? যিনি মাত্র ১৬ বছর বয়সে একটি দুর্ঘটনায় তার পা হারিয়েছিলেন। কিন্তু পা হারিয়ে যাওয়ার পর তাঁর স্বপ্ন হারিয়ে যায়নি। ঠিক তার দু বছরের মাথায় কৃত্রিম পায়ের সাহায্যে আবারওমঞ্চে ওঠে নৃত্য পরিবেশন করেছিলেন। পরে তিনি প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ও ভারতনাট্যম নৃত্যশিল্পী হিসাবে খ্যাতি লাভ করেন। ঠিক এমনই ঘটনা একটি কলেজ ছাত্রীর ক্ষেত্রে। ২০২৩ এ কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় দু পা হারিয়ে যায় ওই কলেজ ছাত্রীর। ঠিক এক বছরের মাথায় আবার পায়ে হেঁটে কলেজ যাওয়ার স্বপ্ন পূরণ হল তার।
কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পলতা স্টেশন থেকে হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান। সেই দুর্ঘটনায় ব্যারাকপুর মণিরামপুর মহাদেবানন্দ কলেজের প্রথম বর্ষের ছাত্রী সুনীতা ভার্মার দু’টি পা বাদ যায়। সুনীতার বাড়ি হুগলির চাঁপদানি বিএম রোডে। ২০২২ সালে সুনীতার বাবা সুভাষ ভার্মা বছরখানেক আগে মারা গিয়েছেন। মা পুনম ভার্মা কোনও রকমে সামান্য রোজগারে সংসার চালান। পরিবারের একমাত্র মেয়ে সুনীতা। মেধাবী মেয়েকে ঘিরে মায়ের স্বপ্ন ছিল। এই স্বপ্ন কিছুটা হোঁচট খায় এই রেল দুর্ঘটনায়।
advertisement
advertisement
এ বিষয়ে কলেজছাত্রী সুনিতা ভার্মা জানান, “সেমিস্টারের পরীক্ষা ছিল অন্য কলেজে। পলতা স্টেশন থেকে ট্রেন ধরতে গিয়েই বিপত্তি হয়। ট্রেনে প্রচন্ড ভিড়। পা পিছলে পড়েদুর্ঘটনা ঘটে। কাটা পড়ে দুই পা। ঠিক এক বছরের মাথায় আবার কৃত্রিম পা শরীরে প্রতিস্থাপন হল। আবারও হেঁটে চলার স্বপ্ন নতুন করে রূপ পেল। পড়াশোনা শেষ করে, চাকরি করে সংসার চালাতে মায়ের পাশে দাঁড়াব। কোলাঘাটের এই সংস্থা আমার মত অনেকের জীবন বদলে দিল।”
advertisement
ওই দুর্ঘটনার পর কলেজ ছাত্রী সুনিতা ভার্মার পড়াশোনার স্বপ্নে কিছুটা ছেদ পড়ে। কিন্তু ওই দুর্ঘটনার ঠিক এক বছর পর সুনিতার স্বপ্ন আবার নতুন করে সাজিয়ে দিল কোলাঘাটের একটি সংস্থা। কোলাঘাটের ওই সংস্থার উদ্যোগে কৃত্রিম বিনামূল্যে অঙ্গ প্রতিস্থাপন আয়োজন করা হয়েছে। কোলাঘাটে সুনিতার শরীরে কৃত্রিম দুপা প্রতিস্থাপন করা হল। ঠিক এক বছর পর সুনীতার কলেজে যাওয়ার স্বপ্ন আবার পূরণ হতে চলেছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সে আবার কৃত্রিম অঙ্গ নিয়ে কলেজে যাওয়ার স্বপ্ন দেখছে। ঠিক যেন সুনিতা ভার্মা ও সুধা চন্দ্রন একই সূত্রে বাঁধা পড়ল। আর তাঁদের যোগসূত্র আর্টিফিশিয়াল লিম্ব।
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News:অদম্য লড়াই! কলেজ পড়ুয়া সুনিতা আবার হেঁটে কলেজ যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement