East Medinipur News: মৎস্যজীবীদের জীবন ঘিরে উপন্যাস! স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠ্য পুস্তকে
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
West Bengal news: সামুদ্রিক মৎস্যজীবীদের জনজীবন নিয়ে রচিত উপন্যাস 'মুক্তা মাছ'। শংকরপুর সমুদ্র সৈকতের লেখক সন্তোষ করের উপন্যাস স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে।
দিঘা: মৎস্যজীবীদের জনজীবন নিয়ে রচিত উপন্যাস ‘মুক্তা মাছ।’ শংকরপুর সমুদ্রসৈকতের লেখক সন্তোষ করের উপন্যাস স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে। ঝাড়খণ্ডের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে বাংলা পাঠক্রমে পড়ানো হচ্ছে সন্তোষ করের উপন্যাস ‘দাঁড়-জাল’ ও ‘মুক্তা মাছ’।
একই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে সন্তোষ করের আর একটি উপন্যাস ‘এখন এই মন’। সমুদ্র উপকূলেবর্তী মানুষ হওয়ায় মৎস্যজীবীদের জীবনকাহিনি, সমুদ্রের বিষয় তাঁকে অনেকটাই প্রভাবিত করেছে। শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলা সাহিত্যে অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। একে একে লিখেছেন বিভিন্ন উপন্যাস গল্প কবিতা।
advertisement
advertisement
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুরঞ্জন মিদ্দা মহাশয়ের সম্পাদনায় ‘দাঁড়-জাল’ এবং ‘মুক্তা মাছ’ উপন্যাসের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। সন্তোষ করের লেখায় বাংলার আঞ্চলিক ভাষার ব্যবহারও বেশ উল্লেখযোগ্য।
শংকরপুর মৎস্য বন্দর থেকে কিছুটা দূরে উপন্যাসের পটভূমি মৎস্যজীবী সম্প্রদায় বা জেলের সম্প্রদায়ের মানুষের জীবনসংগ্রাম। সমুদ্র নির্ভর জীবিকা, চড়াই-উতরাই, প্রেম প্রত্যাখ্যান ঘিরে এই উপন্যাস। উপন্যাসটি লেখা হয়েছে ওড়িয়া এবং বাংলায মিশ্রিত স্থানীয় কথিত ভাষায়। বাংলা সাহিত্যের অন্যধারা লেখক সন্তোষ করের দুটি উপন্যাস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়ায় খুশি উপকূলবর্তী এলাকার সাহিত্য অনুরাগী মানুষ সহ জেলাবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 6:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: মৎস্যজীবীদের জীবন ঘিরে উপন্যাস! স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠ্য পুস্তকে