Coffee House: কলেজ স্ট্রিটের হাতছানি মেটাচ্ছে ছোট্ট গ্রামের এই কফি হাউস

Last Updated:

Coffee House: কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী কফি হাউসে গিয়ে আড্ডা দেওয়ার সুযোগ গ্রাম বাংলার আর কজনেরই বা হয়। সেই আক্ষেপ অনেকটাই মিটিয়ে দিচ্ছে হাওড়ার ছোট্ট গ্রামের এই কফি হাউস

+
গ্রামের

গ্রামের এই কফি হাউসে মানুষ করছে স্বপ্ন পূরণ 

হাওড়া: সন্ধে নামলেই কফি হাউসে ভিড় জমাচ্ছে গ্রামের মানুষ। কফির কাপে তুফান তুলছে ৮ থেকে ৮০। এখানে এলে মনে পড়ে যাবে মান্না দের বিখ্যাত গানের লাইন, ‘কফি হাউসের সেই আড্ডা’টা আজ আর নেই/ কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই’…
ছোট্ট গ্রামের এই কফি হাউসে চা বা কফির কাপে চুমুক দিয়ে সান্ধ্য আড্ডাটা বেশ জমজমাট কাটছে। অথচ এই গ্রামের অধিকাংশ মানুষ‌ই কখনও কলকাতায় গিয়ে কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী কফি হাউজ দেখেননি। যদিও স্বচক্ষে কফি হাউস দেখার ইচ্ছে বা স্বপ্ন তো ছিলই। সেই স্বপ্নের কফি হাউসেই যেন এসে গিয়েছে আড্ডা দেওয়ার সুযোগ। তাতেই আনন্দে আত্মহারা হাওড়ার উদয়নারায়নপুরের এই গ্রামের বাসিন্দারা।
advertisement
advertisement
রাজ্য সড়কের পাশে গড়ে উঠেছে এই অন্য কফি হাউস। প্রতিদিন শয়ে শয়ে মানুষ এখানে ভিড় জমাচ্ছেন। সামান্য টাকা খরচ করেই কফি হাউসের আড্ডার সুযোগ পাচ্ছেন গ্রামের বাসিন্দারা। যাদের কাছে কলকাতার সেই বিখ্যাত কফি হাউস আর এই গ্রামের ছোট্ট কফি হাউজের মধ্যে বিশেষ তফাৎ নেই।
advertisement
এই প্রসঙ্গে উদ্যোক্তা রাজা অধিকারী জানান, বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের সেই গান এবং কফি হাউস ঘিরে মানুষের আবেগ আজও বাঙালির মধ্যে বহমান। কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী কফি হাউজে যাওয়া শহরের মানুষের কাছে খুব সহজ হলেও প্রত্যন্ত গ্রামের মানুষের ইচ্ছা থাকলেও সেই উপায় হয় না। তাই গ্রামের মানুষের সেই ইচ্ছাকে পূরণ করতে গ্রামেই কফি হাউস গড়ে তোলা হয়েছে।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coffee House: কলেজ স্ট্রিটের হাতছানি মেটাচ্ছে ছোট্ট গ্রামের এই কফি হাউস
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement