Indian Railway: গরমে যাত্রীদের স্বস্তি দিতে স্টেশনে বিশাল আয়োজন রেলের, হাওড়া-শিয়ালদায় গেলেই জুড়োবে প্রাণ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Indian Railway: প্রবল গরম থেকে এসে স্টেশনে ঢুকলেই জুড়িয়ে যাচ্ছে প্রাণ। রেলের বিশেষ ব্যবস্থায় তাপমাত্রা কমে যাচ্ছে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস
হাওড়া: বাইরে রোদের গনগনে আঁচে ঝলসে যাওয়ার দশা। কিন্তু স্টেশনে ঢুকলেই জুড়িয়ে যাচ্ছে প্রাণ। শুধু যে রোদের তাপ থেকে রেহাই মিলছে তা নয়, স্টেশনের ঠান্ডা বাতাসে স্বস্তি ফিরছে দেহে। হাওড়া, শিয়ালদহ সহ পূর্ব রেলের বেশ কিছু স্টেশন এই গরমে বেশ এক বিশেষ কারণে স্বস্তিতে কিছুটা সময় জিরিয়ে নিতে পারছেন যাত্রীরা।
এই গরমে স্টেশনের মধ্যে রোদ লাগবে না সেটা না হয় বোঝা গেল। কিন্তু কী করে আশেপাশের থেকে এক ধাক্কায় ৪-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাচ্ছে সেটা বিস্ময়ের বইকি। আসলে প্রবল গরমের হাত থেকে যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে পূর্ব রেল হাওড়া, শিয়ালদহ সহ তাদের শাখার বেশ কিছু স্টেশনে অত্যাধুনিক পাখা লাগিয়েছে। লম্বা ব্লেডের এই হাই ভলিউম লো স্পিডের পাখাগুলোর জন্যই স্টেশন চত্বরে তাপমাত্রা পরিবেশের থেকে বেশ কিছুটা কম থাকছে।
advertisement
advertisement
এইচভিএলএস প্রযুক্তির এই বিশেষ ধরনের পাখা অত্যন্ত ধীরগতিতে চলে। কিন্তু আসল কাজটা দিব্যি করে দেয়। তাছাড়া এতে বিন্দুমাত্র শব্দ হয় না। স্টেশনের সৌন্দর্যায়নের সঙ্গেও এই বিশেষ প্রযুক্তির পাখা বেশ মানিয়ে গিয়েছে। প্রবল রোদ থেকে এসে এই পাখার জন্যই স্টেশন চত্বরে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রায় শান্তি পাচ্ছেন যাত্রীরা।
advertisement

১.২ কিলোওয়াটের মোটর ক্ষমতা-সহ এই এক একটি উচ্চ-কার্যকারিতার পাখাগুলি উল্লেখযোগ্যভাবে কম শক্তি খরচ করে, যা ২০ টি পুরনো ঐতিহ্যবাহী পাখার সমতুল। বুঝতেই পারছেন এর ফলে বিদ্যুৎ খরচও অনেকটা কম হয়। হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স এলাকায় ১২ টি এবং নিউ স্টেশন কমপ্লেক্স এলাকায় সাতটি এইচভিএলএস পাখা যাত্রীদের এই গরমে স্বস্তি দিচ্ছে। দুটি এইচভিএলএস পাখা তারকেশ্বর বুকিং অফিস এলাকায় এবং একটি বর্ধমান জংশন স্লিপার ক্লাস ওয়েটিং হলে চালু আছে। পূর্ব রেল সূত্রে খবর, এই বছর হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স এলাকায় আরও ১১ টি এইচভিএলএস পাখা লাগানোর পরিকল্পনা রয়েছে।
advertisement
এই আধুনিক প্রযুক্তির পাখা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ইচভিএলএস পাখাগুলি আমাদের যাত্রীদের জন্য একটি উচ্চতর ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করছে৷ এই ফ্যানগুলি শুধুমাত্র গরম থেকে স্বস্তি দেয় না, তারা স্টেশন চত্ত্বরের সৌন্দর্য বৃদ্ধিতেও অবদান রেখেছে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2024 1:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railway: গরমে যাত্রীদের স্বস্তি দিতে স্টেশনে বিশাল আয়োজন রেলের, হাওড়া-শিয়ালদায় গেলেই জুড়োবে প্রাণ