Alternative Occupation: লাল পিঁপড়ের ডিম ভাতের যোগান দিচ্ছে ওঁদের! আমলাশোলের অন্ধকার ঘুচিয়ে নতুন পথের দিশা

Last Updated:

Alternative Occupation: প্রতি কেজি ডিম ৭০০-৮০০ টাকা দরে বিক্রি হয়। তবে পিঁপড়ের ডিম সংগ্রহের নির্দিষ্ট কৌশল আছে

+
পিঁপড়ের

পিঁপড়ের ডিম সংগ্রহ করে জীবিকা নির্বাহ বসিরহাটে

উত্তর ২৪ পরগনা: পিঁপড়ের ডিম সংগ্রহ করে জীবন চলছে বসিরহাটে। এই বিচিত্র পেশার কথা হয়ত অনেকেই জানেন না। লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে কলকাতার বাজার গুলিতে সরবরাহ করা হয় আর তা থেকেই যা আয় হয় সেটা দিয়েই চলে সংসার।
এক সময় এই রাজ্যেরই আমলাশোলে আর্থিক অনটনের জেরে অপুষ্টিতে মৃত্যু হয়েছিল আদিবাসী পরিবারের সদস্যদের। জানা গিয়েছিল তাঁরা পিঁপড়ের ডিম খেয়ে কোনরকমের দিন কাটান। বাম আমলের সেই ঘটনা রাজনৈতিক থেকে সামাজিক, সর্বস্তরে ব্যাপক প্রভাব ফেলেছিল। তবে এখন সেই পিঁপড়ের ডিম’ই আয়ের পথ দেখাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া, বসিরহাটের বেশ কিছু বাসিন্দাকে।
advertisement
advertisement
গ্রাম বাংলার বাগানে ঘুরে ঘুরে সংগ্রহ করা হয় এই লাল পিঁপড়ের ডিম। চৈত্রের কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে এই কারবারের সঙ্গে যুক্তরা রাস্তাঘাট, মাঠে-বাগানে খুঁজে বেড়ান লাল পিঁপড়ের ডিম। সেই পিঁপড়ের ডিম সংগ্রহ করেই বাড়তি আয়ের মুখ দেখেছেন বাদুড়িয়ার বাবলু আকুঞ্জি। এই লাল পিঁপড়ের ডিম মূলত ছিপ দিয়ে মাছ ধরার টোপ হিসাবে ব্যবহার করা হয়।
advertisement
বসিরহাট শহরের পাশাপাশি কলকাতার বাজারগুলিতে এর বেশ ভাল চাহিদা রয়েছে। প্রতি কেজি ডিম ৭০০-৮০০ টাকা দরে বিক্রি হয়। ওই পেশায় যুক্ত কয়েজন জানান, যে ধরনের পিঁপড়ের ডিম মাছ ধরার জন্য ব্যবহার করা হয় তার চাহিদাই সবথেকে বেশি। সাধারণত লাল রঙের এই পিঁপড়ে ঝোপঝাড় বা বড় গাছের উপরে লার্ভা-নিঃসৃত এক প্রকার সিল্ক দিয়ে তিন-চারটি পাতাকে মুড়ে সেলাই করে থলির মত বানিয়ে নেয়। এই থলি যেমন মজবুত হয় তেমন‌ই দেখতেও সুন্দর। ফুল থেকে মধু সংগ্রহ করে এই বাসার মধ্যেই রেখে দেয় পিঁপড়ের দল। পাকা ফলও এদের খাবার। সেই ডিমগুলিই সুকৌশলে সংগ্রহ করেন বাবলু আকুঞ্জি, আয়ুব গাজির মত কয়েজন। একটি লম্বা বাঁশের মাথায় ডালি বাঁধা হয়। পিঁপড়ের বাসা খুঁজে সেখানে সেই বাঁশটি দিয়ে আঘাত করা হয়। ফলে বাসাটি গাছ থেকে আলাদা হয়ে যায়। আর বাঁশে বেঁধে রাখা ডালিতে এসে জড়ো হয় ডিম।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alternative Occupation: লাল পিঁপড়ের ডিম ভাতের যোগান দিচ্ছে ওঁদের! আমলাশোলের অন্ধকার ঘুচিয়ে নতুন পথের দিশা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement