PM Kisan Nidhi-Mamata to Farmers : 'অনেক কম পাচ্ছেন, আমি লড়াই না করলে এটুকুও পেতেন না!' চাষিদের চিঠিতে বার্তা মমতার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
পি এম কিষান প্রকল্প (PM Kisan Samman Nidhi) ইস্যুতেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অভিযোগ ছিল রাজ্য সরকার কৃষকদের নামের তালিকা প্রকাশ না করাতেই নাকি বঞ্চিত হচ্ছেন বাংলার কৃষকরা(Bengal Farmers)।
তবে এখানেই থেমে থাকেননি রাজ্যে তৃতীয়বার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা মুখ্যমন্ত্রী তথা 'বাংলার অগ্নিকন্যা'। প্রধানমন্ত্রীর পর এবার সরাসরি রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে চিঠি লিখলেন মমতা। চিঠিতে আশ্বাস দিয়ে মমতা জানান, ”আপনারা চিন্তা করবেন না। আপনাদের প্রাপ্য বকেয়ার জন্য আমরা লড়াই করব।”
শুধু তাই নয় এদিন পিএম কিষান যোজনার কথা বলতে গিয়ে রাজ্য সরকারের প্রকল্প কৃষক বন্ধুর কথাও টেনে আনেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, দীর্ঘ টালবাহানা করে নানা অজুহাত দেখিয়ে কেন্দ্র সরকার কিষান সম্মান নিধি টাকা দিচ্ছিল না। ২০১৮ সালে এ রাজ্যে কৃষক বন্ধু যোজনা চালু হয়েছে। যা দেখি পরবর্তীতে ২০১৯ সালে পিএম কিষান যোজনার প্রচলন করে কেন্দ্র সরকার। তার মতে, পিএম কিষানের তুলনায় কৃষক বন্ধুর সুবিধা যে অনেক বেশি একথাও জানিয়ে দেন তিনি। তিনি লেখেন, “তুল্যমূল্য বিচারে আমাদের কৃষকবন্ধু প্রকল্পে সুযোগ-সুবিধা অনেক বেশি। এতে ভাগচাষি ও বর্গাদাররা অন্তর্ভুক্ত হতে পারেন। ভবিষ্যতে এর সুযোগ সুবিধা আরও বাড়ানো হচ্ছে।”
advertisement
advertisement

রাজ্য সরকারের লড়াইয়ের জন্যই পিএম কিষান সম্মান নিধির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেছে বলেও চিঠিতে দাবি করেন মমতা। চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ”আপনাদের প্রাপ্য ছিল ১৮ হাজার টাকা। কিন্তু পাচ্ছেন অনেক কম। এইটুকুও পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম। আপনারা চিন্তা করবেন না। আপনাদের প্রাপ্য বকেয়া আদায়ের জন্য আমরা সর্বদা লড়াই করব। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।”
advertisement
কৃষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এই চিঠি খুবই গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। গতবার কৃষকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তৈরি হয়েছিল বেশ কিছুটা অস্বচ্ছতা। বিধানসভা নির্বাচনে যার ফায়দা তোলার চেষ্টা করেছে বিজেপি। আর সেই কারণেই এবার শুরু থেকেই নিজেদের পদক্ষেপ সম্পর্কে গ্রাম গঞ্জের মানুষকেও সচেতন করার লক্ষ্যে অবিচল মমতা। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2021 9:16 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
PM Kisan Nidhi-Mamata to Farmers : 'অনেক কম পাচ্ছেন, আমি লড়াই না করলে এটুকুও পেতেন না!' চাষিদের চিঠিতে বার্তা মমতার!