Mamata Banerjee: উপনির্বাচনে জয়ের পর নৈহাটিতে মমতা! বড়মা কালীর মন্দিরে পুজো, ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোঘণা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Mamata Banerjee: মঙ্গলবার নৈহাটির বড়মা কালীর মন্দিরে পুজো এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মার কাছে মা-মাটি-মানুষের নামে পুজো দিয়েছেন, এমনটাই জানালেন মমতা।
কলকাতা: মঙ্গলবার নৈহাটির বড়মা কালীর মন্দিরে পুজো এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মার কাছে মা-মাটি-মানুষের নামে পুজো দিয়েছেন, এমনটাই জানালেন মমতা। নৈহাটিতে এসেই উপ নির্বাচনে জয়ের জন্য নৈহাটিবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে ফেরি ঘাট নিয়েও বড় ঘোষণা করলেন তিনি।
নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রী এই নৈহাটি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী জানালেন, ‘‘আমি আজ এসেছি মা-মাটি-মানুষের নাম পুজো দিতে। আমি অনেক দিন ধরেই জানতাম। আমি বাই ইলেকশনে আসি না। নৈহাটির মানুষকে শুভেচ্ছা জানাই। ইলেকশনের সময় আসলে মিটিং করতে হত। মাঝে মধ্যে ফাঁকি দিতে হয়।’’
advertisement
advertisement
নৈহাটি পা রেখে পাঁচ বছর আগের স্মৃতি রোমন্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘দু – তিনটে কাজ হয়েছে। পাঁচ বছর আগে কি সন্ত্রাস হয়েছিল মনে আছে। দেখলাম ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না। যে ঘর গুলো আমাদের দখল করে নিয়েছিল আমি নিজে রং করেছিলাম পার্টি অফিসে। আমি ২ ঘন্টা বসেছিলাম নিজে থেকে যাতে আপনারা সাহস পান। ভাট পাড়া, এই জায়গা গুলোতে শান্তি ফিরে আসে। আমি সেইদিন এইজন্য এসেছিলাম।’’
advertisement
আরও পড়ুন: শীতে জল গরম করার জন্য গিজার না কি ইমারসন রড, কোনটা ভাল? কেনার আগে সুবিধা-অসুবিধা দেখে নিন
নৈহাটি এসে ফেরি ঘাট নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, ‘‘ফেরি ঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে। আমি রাজ্যসভার এমপি লাড (লোকাল এরিয়া ডেভলপমেন্ট) থেকে ১০ লক্ষ টাকা দেব ঘাটের জন্য।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 26, 2024 5:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: উপনির্বাচনে জয়ের পর নৈহাটিতে মমতা! বড়মা কালীর মন্দিরে পুজো, ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোঘণা








