বাবাকে আটক করেছে পুলিশ, অপমানে আত্মঘাতী দ্বাদশের মেধাবী ছাত্রী

Last Updated:

Class 12 student committed suicide: বাবাকে হেনস্থা করে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখে অপমানে আত্মঘাতী হয় নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুলের ক্লাস টুয়েলভের মেধাবী ছাত্রী সৌমি সিং। সেই খবর পৌঁছতে পিন্টু সিংকে ছেড়ে দেওয়া হয়।

#পূর্বস্থলীঃ বাবাকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। তা দেখে অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক স্কুল ছাত্রী। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী নাদনঘাট থানার হেমায়তপুরে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার দুপুরে হেমায়েতপুর এলাকায় একটি মোটর সাইকেল স্পেয়ার পার্টসের দোকানে হানা দেয় একটি নামী মোবিল অয়েল কোম্পানির আধিকারিকরা। তাদের সঙ্গে ছিল নাদনঘাট থানা পুলিশও। দোকানের মালিক পিন্টু সিংকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই দোকান থেকে নকল ইঞ্জিন অয়েল বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ছিল। দোকানের পাশাপাশি বাড়িতেও তল্লাশি চালানো হয়। বেশ কিছু ইঞ্জিন অয়েল বাজেয়াপ্ত করা হয়। পিন্টু সিংকেও আটক করে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ 'কালীপুজোয় মহাদুর্ভোগ, সজাগ থাকুন', ঝড় নিয়ে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর
বাবাকে হেনস্থা করে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখে অপমানে আত্মঘাতী হয় নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুলের ক্লাস টুয়েলভের মেধাবী ছাত্রী সৌমি সিং। সেই খবর পৌঁছতে পিন্টু সিংকে ছেড়ে দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় হেমায়েতপুর মোড়ের কাছে মৃতের পরিবার পরিজনেরা পথ অবরোধে শামিল হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তমলুকে ৩০ ফুটের কালী, আকর্ষণ তিনতলা বাড়ির সমান উঁচু প্রতিমা
মৃতের বাবা বলেন, আজ দুপুরে হঠাৎই একটি ইঞ্জিন অয়েল কোম্পানির লোকজন পুলিশ নিয়ে আসে। এখান থেকে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল বিক্রি হচ্ছে এই অভিযোগে নাদনঘাট থানা পুলিশকে সঙ্গে নিয়ে এসে তারা বাড়িতে এসে তল্লাশি চালায়। আমাকে ধরে নিয়ে যায়। পাশাপাশি বেশ কিছু ইঞ্জিন অয়েল নিয়ে যায়।
advertisement
বাবাকে হেনস্তা করতে দেখে অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ক্লাস টুয়েলভের ওই মেধাবী ছাত্রী। এই ঘটনার জেরে হেমায়েত পুর মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধ চলে। মেয়ের মৃত্যুর পরই ওই ছাত্রীর বাবা ওই ইঞ্জিন অয়েল কোম্পানির লোকজন ও স্থানীয় এক দোকানদার তাঁর মেয়ের মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
 Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবাকে আটক করেছে পুলিশ, অপমানে আত্মঘাতী দ্বাদশের মেধাবী ছাত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement