Bankura News: ৩০ মিনিটে আঁকলেন লর্ড কৃষ্ণ! বাঁকুড়ার দশম শ্রেণীর এই ছাত্রী গড়লেন নতুন রেকর্ড

Last Updated:

পরিবারের সবাই কাঁসার বাসন তৈরি করেন। বাড়ির মেয়ে করলেন এই তাজ্জব রেকর্ড।

+
ফাল্গুনী

ফাল্গুনী চন্দ 

বাঁকুড়া: কৃষ্ণের যে ছবিটি দেখছেন এই সুন্দর ছবি মাত্র ৩০ মিনিটের মধ্যে এঁকে রেকর্ড তৈরি করেছেন বাঁকুড়ার ছাতনার মেয়ে। সুন্দর জীবন্ত একটা পেন্সিল স্কেচ। ২০ বাই ২০ সেন্টিমিটারের কৃষ্ণকে কাগজে পেন্সিলের আঁচড়ে জীবন্ত করে ফুটিয়ে তুলেছে বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রী ফাল্গুনী চন্দ।
এই কাজ করে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ রেকর্ডের খাতায় নাম তুলেছে ফাল্গুনী। ঘড়ি ধরে প্র্যাকটিস করে ৩০ মিনিটের কম সময়ে ‘লর্ড কৃষ্ণা’কে এঁকে সেই ভিডিও পাঠানো হয় সংশ্লিষ্ঠ সংস্থাকে, তার পরই আসে স্বীকৃতি। কেঞ্জাকুড়ার একটি ছোট্ট পরিবার। গ্রামের কামারপাড়ায় বাস।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের মূল জীবিকা কাঁসার বাসন তৈরি করা অর্থাৎ শিল্পসত্তা ছোট থেকেই ছিল তার। সেই শিল্প সত্তাকে কাজে লাগিয়ে ছবি আঁকা নিয়ে এগিয়ে যেতে চায় ফাল্গুনী। পড়াশোনা শেষ করে আঁকায় মনোনিবেশ করতে চায় সে। ফাল্গুনী চন্দর বাবা বলেন, “মেয়ে যা কাজ করেছে তাতে গোটা গ্রাম গর্বিত। এত কম সময় এত সুন্দর একটা ছবি আঁকা চাট্টিখানি কথা নয়। আমি চাই ও আঁকা নিয়ে এগিয়ে যাক।”
advertisement
বাঁকুড়ার আনাচে কানাচে বহু প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাওয়া যায় প্রতিবছর। অনেকেই ইন্ডিয়া বুক অব রেকর্ড থেকে পান ‘অ্যাপ্প্রেসিয়েশন’ কিন্তু রেকর্ড বুকে নাম তোলা অতটা সহজ নয়। রেকর্ড বুকে নাম তুলতে গেলে সত্যিকারের কিছু একটি ভাল করে দেখাতে হবেই! সেই কাজটি করে দেখিয়েছেন ফাল্গুনী চন্দ। ৩০ মিনিটের কম সময়ে দুর্ধর্ষ একটি পেন্সিল স্কেচের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কৃষ্ণকে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: ৩০ মিনিটে আঁকলেন লর্ড কৃষ্ণ! বাঁকুড়ার দশম শ্রেণীর এই ছাত্রী গড়লেন নতুন রেকর্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement