Husband-wife relationship: ভাত খাচ্ছিলেন স্ত্রী, সেই সময়ই গুলি করে খুন করল স্বামী! সাক্ষী মাতৃহারা পাঁচ বছরের সন্তান

Last Updated:

Son lost his mother: বাড়ির মধ্যেই স্ত্রীকে গুলি করে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের মাতৃমন্দির এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রানা কর্মকার, হুগলি: বাড়ির মধ্যেই স্ত্রীকে গুলি করে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের মাতৃমন্দির এলাকায়।পেশায় রাজমিস্ত্রি প্রসেনজিৎ বারুই নিজের পাঁচ বছরের সন্তানের সামনেই গুলি করে খুন করে তার স্ত্রী মৈত্রী বারুইকে, এমনই অভিযোগ। ঘটনায় কানাইপুর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করেছে স্বামী প্রসেনজিৎ বারুইকে।
স্থানীয় সূত্রে খবর, বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল মৈত্রী ও প্রসেনজিতের। তাদের পাঁচ বছরের একটি ছোট্ট সন্তান রয়েছে। আজ বিকেলে ঘরের মধ্যে বসে খাওয়াদাওয়া করছিলেন স্ত্রী। সেই সময় এসে গুলি চালায় প্রসেনজিৎ। আহত মহিলাকে নিকটবর্তী কানাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
শ্বশুর পরিমল বারুই বলেন, তারা বাড়িতে ভাত খাচ্ছিল, সেই সময় ছেলে প্রসেনজিৎ বাইরে বাথরুমের ভিতর থেকে কোন বন্দুক নিয়ে আসে। তার দাবি তার ছেলে জানতো না ওটা খেলনার বন্দুক না আসল বন্দুক। বন্দুক নিয়ে বউকে দেখানোর জন্যেই নিয়ে এসেছিল। হঠাৎই বাজি ফাটার মতন শব্দ পান তাঁরা। দৌড়ে ঘরে এসে দেখেন বউয়ের গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো খতিয়ে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Husband-wife relationship: ভাত খাচ্ছিলেন স্ত্রী, সেই সময়ই গুলি করে খুন করল স্বামী! সাক্ষী মাতৃহারা পাঁচ বছরের সন্তান
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement