হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বগটুই গ্রামে সিআইডি, লালন শেখের স্ত্রীর সঙ্গে কথা বললেন তদন্তকারীরা

Lalan Sheikh Death Case: বগটুই গ্রামে সিআইডি, লালন শেখের স্ত্রীর সঙ্গে কথা বললেন তদন্তকারীরা

বগটুই গ্রামে সিআইডি আধিকারিকরা।

বগটুই গ্রামে সিআইডি আধিকারিকরা।

সিআইডি হেফাজতে বগটুই হত্য়াকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের রহস্য়জনক মৃত্য়ুর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ এনেছিলেন রেশমা বিবি।

  • Share this:

#রামপুরহাট: লালন শেখ মৃত্য়ু রহস্য়ে এবার বগটুই গ্রামে গিয়ে তদন্ত শুরু করল সিআইডি। এ দিন লালন শেখের স্ত্রীর বয়ান রেকর্ড করে সিআইডি। পাশাপাশি লালন শেখের পরিবারের অন্য়ান্য় সদস্য় এবং আত্মীদের সঙ্গেও কথা বলেন সিআইডি আধিকারিকরা।

সিআইডি হেফাজতে বগটুই হত্য়াকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের রহস্য়জনক মৃত্য়ুর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ এনেছিলেন রেশমা বিবি। তাঁর অভিযোগ ছিল, ঘটনার দিন দুপুরে লালন শেখকে নিয়ে গ্রামে এসেছিলেন সিবিআই কর্তারা। তখনই মামলাটি সামলে দেওয়ার জন্য় ৫০ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, টাকা না দিলে লালনকে মেরে ফেলা হবে বলেও সিবিআই কর্তারা হুমকি দেন বলে অভিযোগ করেছিলেন লালনের স্ত্রী।

আরও পড়ুন: 'সিবিআই-এ চাকরি করি, কাউকে ভয় পাই না', বলছেন অনুব্রতকে গ্রেফতার করা সুশান্ত

এ দিন বগটুই গ্রামে গিয়ে লালনের স্ত্রীর সঙ্গে কথা বলেই এই অভিযোগগুলি সম্পর্ক বিশদে জানতে চান সিআইডি কর্তারা। পাশাপাশি, গ্রামে নিয়ে যাওয়ার সময় লালন কী অবস্থায় ছিল, আত্মীয়দের সামনেই তাকে মারধর করা হয়েছিল কি না, সেই সংক্রান্ত অভিযোগের সত্য়তাও যাচাই করেন সিআইডি কর্তারা।

লালন শেখ মৃত্য়ু কাণ্ডের তদন্তভার হাতে নিয়ে গতকালই রামপুরহাট জেলে গিয়ে বগটুই কাণ্ডে আর এক অভিযুক্ত জাহাঙ্গির শেখকে জেরা করেন সিআইডি-র তদন্তকারীরা। কারণ লালনের মৃত্য়ুর জাহাঙ্গিরও রামপুরহাটে সিবিআই ক্য়াম্প অফিসে ছিল। লালনকে মারধর করা হয়েছিল কি না, বা তাঁকে কোনওরকম চাপ দেওয়া হয়েছিল কি না, সে সম্পর্কে জাহাঙ্গিরকে প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Birbhum, CBI CID, Lalan Sheikh