Christmas: বড়দিনের আগে শ্রীরামপুরের রাস্তায় সান্তাক্লজ! কিন্তু সান্তার পোশাকে উনি কে?

Last Updated:

Christmas: বড়দিনের আগেই শ্রীরামপুরে হাজির সান্তাক্লজ। নিজের ঝুড়ি থেকে বিভিন্ন উপহার বার করে তুলে দিচ্ছেন ছোট ছোট খুদে পড়ুয়া থেকে এলাকার বাচ্চাদের হাতে।

+
সান্টা

সান্টা ক্লজ পেজে রাস্তায় শিক্ষা কর্মাধ্যক্ষ

শ্রীরামপুর: বড়দিনের আগেই শ্রীরামপুরে হাজির সান্তাক্লজ। নিজের ঝুড়ি থেকে বিভিন্ন উপহার বার করে তুলে দিচ্ছেন ছোট ছোট খুদে পড়ুয়া থেকে এলাকার বাচ্চাদের হাতে। তবে এ সান্তাক্লজ যে সে সান্তাক্লজ নয়, ইনি হলেন খোদ হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। বড়দিনের আগে বাচ্চাদের মধ্যে বড়দিনের আনন্দ ভাগ করে দেওয়ার জন্য নিজেই বেরিয়ে পড়েছেন সান্টাক্লজ সেজে।
বড়দিনের আগে সেজে উঠেছে হুগলির শ্রীরামপুর। এবার ডেনিসনগরীতে ক্রিসমাসের আগে চলে এসেছেন স্বয়ং সান্তাক্লজ নিজেই। সঙ্গে নিয়ে এসেছিলেন তার আনন্দের ঝুলি। ঝুলি থেকে কেক লজেন্স বিস্কুট বার করে হাতে তুলে দিচ্ছেন ছোট ছোট খুদে পড়ুয়াদের। শ্রীরামপুর রাজবাড়ি সংলগ্ন এলাকায় রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের একটি স্কুল, এবার সেই স্কুলেই এসে হাজির শিক্ষা কর্মাধ্যক্ষ। তবে তার বেশভূষা দেখে কাররই চেনা ও উপায় নেই। পরনে সান্টা ক্লজের লাল জামা। গালে সান্তা বুড়োর মতনই সাদা দাড়ি, মাথায় লাল টুপি! জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় তখন একেবারে বাচ্চাদের কাছে সান্তাক্লজ।
advertisement
advertisement
এ বিষয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, প্রতি বছরের তিনি বড় দিনের আগে বাচ্চাদেরকে একটু বাড়তি আনন্দ প্রদানের জন্য পৌঁছে যান বিভিন্ন স্কুলে। মূলত বিশেষ চাহিদা বাচ্চাদের সম্পন্ন যে স্কুলগুলি রয়েছে সেখানে পৌঁছে বাচ্চাদের মধ্যে একটু আনন্দ বিতরণ করেন। এই বছর তিনি শ্রীরামপুরে এসে সেখানে বাচ্চাদেরকে বড় দিনের আগে তুলে দিলেন কেক,পেস্ট্রি, লজেন্স, বিস্কুট। যা পেয়ে খুশি খুদে পড়ুয়ার।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Christmas: বড়দিনের আগে শ্রীরামপুরের রাস্তায় সান্তাক্লজ! কিন্তু সান্তার পোশাকে উনি কে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement