Chote Shahrukh : ২১ জুলাই কলকাতার পর এখন বীরভূম কাঁপাচ্ছেন! ভাইরাল ছোটে শাহরুখ খান, জানুন তাঁর আসল পরিচয়
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
কলকাতার ধর্মতলায় ২১ জুলাইয়ের মিছিলে বাজিমাত ‘ছোট্ট শাহরুখ’-এর! ভাইরাল হওয়া ফাইজুল আসলে বীরভূমের সাহাপুর গ্রামের এক চাষির ছেলে
বীরভূম: ২১ জুলাই কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে জনজোয়ার। সেই ভিড়েই আচমকা নজর কাড়ে এক যুবকের উপস্থিতি। শাহরুখ খানের লুকে উপস্থিত সেই যুবককে দেখেই চমকে ওঠে জনতা, কুর্নিশ জানায় ভিড়। মুহূর্তেই ভাইরাল হয় ছবিটি।
কিন্তু কে এই ভাইরাল হওয়া ছোট্ট শাহরুখ? কোথা থেকে এলেন তিনি? খোঁজ নিল লোকাল ১৮ বাংলা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
নাম শেখ ফাইজুল, বাড়ি বীরভূমের ইলামবাজার থানার সাহাপুর গ্রামে। বয়স খুব একটা বেশি নয়, তবে স্বপ্ন অনেক বড়। পরিচিত এখন ‘ছোট্ট শাহরুখ’ নামে। দু’ই বছর ধরে নকল করেন বলিউড বাদশাহ শাহরুখ খানকে। তার অভিনয়, হাঁটা, হাসি, সবেতেই মিশে আছে বাদশার ছায়া। ২১ জুলাই-র দিন শাহরুখ খানের কালজয়ী লুকে ধর্মতলায় হাজির হন ফাইজুল। চোখে সানগ্লাস, গায়ে কোট, মুখে রাজকীয় হাসি, দেখেই চমকে যায় জনতা। কেউ সেলফি তোলেন, কেউ ভিডিও করেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে তার ছবি।
advertisement
ছোট্ট শাহরুখ বলেন, আমি প্রায় দুই বছর ধরেই শাহরুখের অভিনয় করি। ফেসবুকে আমার একটি পেজ আছে ‘ছোট্ট শাহরুখ’ নামে। মাঝে মাঝে ভিডিও আপলোড করি। কিন্তু ২১ জুলাইর ওই ঘটনাই আমার জীবন বদলে দেয়।
advertisement
তবে এই চমকপ্রদ খ্যাতির পেছনে এক সরল জীবনও রয়েছে। শেখ ফাইজুল আসলে একজন চাষি। পরিবারে আর্থিক সচ্ছলতা নেই। নিজেই জানান, এখনো কোনও স্টেজে বা অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাননি। তবে ভাইরাল হওয়ার পর মানুষ যেভাবে তাঁকে ভালবেসেছে, পাশে দাঁড়িয়েছে, তাতেই তিনি আপ্লুত।
তাঁর স্বপ্ন, একদিন নিজের এই প্রতিভাকে বড় পরিসরে তুলে ধরার, যেন সেই বাদশার মত তিনিও মানুষের মন জয় করতে পারেন।
advertisement
সুদীপ্ত গড়াই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 6:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chote Shahrukh : ২১ জুলাই কলকাতার পর এখন বীরভূম কাঁপাচ্ছেন! ভাইরাল ছোটে শাহরুখ খান, জানুন তাঁর আসল পরিচয়