পেটের টানে বাবা-মা পরিযায়ী শ্রমিক, অনিশ্চিত ভবিষ্যৎ পুরুলিয়ার চকলালপুরের শিশুদের

Last Updated:

কাজের তাগিদে পরিযায়ী শ্রমিকেরা ছুটে যাচ্ছেন ভিন জেলায়। ছোট , ছোট শিশুদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন তারা। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের পঠন পাঠন।

+
পরিযায়ী

পরিযায়ী শ্রমিকদের সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ

পুরুলিয়া: কথায় আছে পেটের জ্বালা বড় জ্বালা। পেটের‌ তাগিদে ভিন জেলাতে পারি দিচ্ছে পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রাম চকলালপুরের বাসিন্দারা। পরিবারের সঙ্গে ক্ষুদে পড়ুয়াও পাড়ি দিচ্ছে ভিন জেলায়। যার ফলে অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়াদের পঠন পাঠন। পুরুলিয়ার চকলালপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ২২ জন ছাত্রছাত্রী রয়েছে। তাদের মধ্যে থেকে পাঁচ থেকে ছয় জন ছাত্র-ছাত্রী নিয়ে চলছে পঠন-পাঠন। বিদ্যালয়ে দু-জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছে ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য।‌
একাধারে রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য যখন একাধিক পদক্ষেপ গ্রহণ করছে, ছাত্র-ছাত্রীদের পুষ্টির যোগান দিতে স্কুলে উন্নত মানের মিড ডে মিলের ব্যবস্থা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুরুলিয়ার চকলালপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কুল বিমুখ হয়ে পড়ছে। ‌ এ বিষয়ে এই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, কাজের জন্য অভিভাবকেরা ভিন জেলাতে পাড়ি দিচ্ছেন ফলত ছাত্র-ছাত্রীরাও বাবা-মায়ের সঙ্গে ভিন জেলায় চলে যাচ্ছেন আর সেই কারণেই প্রতিনিয়ত এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে থাকছে। গ্রামের প্রায় ৫০ থেকে ৬০ টি পরিবার বর্ধমান, বাঁকুড়া, হুগলী সহ বিভিন্ন জেলায় চলে গিয়েছেন।
advertisement
advertisement
বিদ্যালয়ের এক শিক্ষিকা জানিয়েছেন, কয়েকটি বাড়ি নিয়ে গঠিত এই গ্রামটি। জনসংখ্যা তুলনামূলক কমই রয়েছে। তার মধ্যে প্রায় প্রতি বছরই ছাত্র-ছাত্রী কমতে থাকে এই বিদ্যালয়। এবছরে ছাত্র-ছাত্রী কমে যাওয়ার সংখ্যাটা একটু বেশি রয়েছে। গ্রামেরই এক বাসিন্দা জানান, কাজের অভাব থাকার কারণে অনেকেই ভিন জেলাতে পাড়ি দিচ্ছেন। ‌তাই গ্রামের শিশুদের সংখ্যাও কমে গিয়েছে। গ্রামের প্রায় অর্ধেক মানুষ চলে গিয়েছে ভিন জেলায়। গ্রামে যথাযথ কর্মসংস্থান থাকলে কাজের জন্য কাউকেই এই গ্রামের বাইরে যেতে হতো না। পরিযায়ীদের ভিড়ে হারিয়ে যাচ্ছে শিশুদের কৈশর। ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ভবিষ্যৎ। ‌জেলার কর্মসংস্থান কবে বাড়বে? সেই দিকেই তাকিয়ে পরিযায়ী শ্রমিকেরা।
advertisement
Sarmistha Banerjee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পেটের টানে বাবা-মা পরিযায়ী শ্রমিক, অনিশ্চিত ভবিষ্যৎ পুরুলিয়ার চকলালপুরের শিশুদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement