Child News: হলদিয়ায় রাজ্য সড়কের উপর একা দাঁড়িয়ে আড়াই বছরের শিশু! কে সে? পরিচয় সামনে আসতেই তোলপাড় এলাকায়

Last Updated:

Child News: জানা যায়, স্কুল চলাকালীন শিক্ষিকার অলক্ষ্যে আড়াই বছরের শিশু পড়ুয়া স্কুল থেকে একা বেরিয়ে চলে যায় বাস রাস্তার ওপর।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
হলদিয়া: আড়াই বছরের একরত্তি মেয়ে একা একা দাঁড়িয়ে রাজ্য সড়কের ওপর। হলদিয়া মেছেদা রাজ্য সড়কে ঘনঘন বাস চলাচল করছে। আর তার মধ্যেই জনবহুল মহিষাদল বাস স্ট্যান্ডের পাশে বাস রাস্তার ওপর শিশু পড়ুয়াকে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যা দেখে শুরু হয়ে যায় হইচই।
জানা যায়, স্কুল চলাকালীন শিক্ষিকার অলক্ষ্যে আড়াই বছরের শিশু পড়ুয়া স্কুল থেকে একা বেরিয়ে চলে যায় বাস রাস্তার ওপর। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুর্ঘটনার হাত রক্ষা পায় শিশুটি। মহিষাদলের এক ICDS স্কুলের ঘটনা। ঘটনাকে ঘিরে জোর শোরগোল মহিষাদলে।
advertisement
advertisement
মহিষাদলের সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের স্কুল চলাকালীন আড়াই বছরের এক শিশু পড়ুয়া বাস দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। রক্ষা পেলো স্থানীয়দের সহযোগিতায়। মহিষাদলের তেরপেখ্যার ICDS স্কুল বা স্টেট প্ল্যান অঙ্গনওয়াড়ী শিশু কেন্দ্রের ঘটনা। স্নিগ্ধা সাউ নামে আড়াই বছরের ওই শিশু পড়ুয়াকে রাস্তার পাশে থাকা লোকজনই উদ্ধার করে। শিশুর বাড়ির লোকের অভিযোগ, স্কুল চলাকালীন কীভাবে বাচ্চা বাস রাস্তায় বেরিয়ে গেল। সামনে বাস এসে গিয়েছিল। স্থানীয় দোকানদাররা দেখে বাচ্চাটিকে উদ্ধার না করলে কী হত?
advertisement
জানা গিছে, অঙ্গনওয়াড়ী স্কুলে দুজন দায়িত্বে ছিলেন। অঙ্গনওয়াড়ী শিক্ষিকা অলকা অধিকারী টয়লেটে গিয়েছিলেন বলে জানান। প্রশ্ন, ঘটনার সময় অপর সহায়িকা রীনা হাজরা কোথায় ছিলেন? অঙ্গনওয়াড়ী কর্মী অলকা অধিকারী বক্তব্য স্কুলের এক স্টুডেন্টের টয়লেট পরিষ্কার করতে এক অভিভাবক গেট খুলে ভেতরে আসে আর ওই সময় ছোট্ট স্নিগ্ধা আমাদের নজর এড়িয়ে বাস রাস্তায় চলে যায়।
advertisement
ঘটনাকে ঘিরে হইচই শুরু হয়েছে। ঘটনার কথা জেনে ব্লক আধিকারিকরা স্কুলে আসেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child News: হলদিয়ায় রাজ্য সড়কের উপর একা দাঁড়িয়ে আড়াই বছরের শিশু! কে সে? পরিচয় সামনে আসতেই তোলপাড় এলাকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement