Bengal SSC Scam: চাকরি হারিয়ে এবার অনশনে শিক্ষকরা! সকলের আগে এগিয়ে এলেন কে? কী তাঁর পরিচয়, কোন স্কুলের শিক্ষক?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Bengal SSC Scam: নাগরিক সমাজকে তাঁদের আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ।
চাকরি হারিয়েছেন তাঁরা। এবার অনশনের পথ বেছে নিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এসএসসি দফতরের সামনে অনশনে বসলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনশন। জানানো হয়েছে, ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদও তাঁদের কর্মসূচিতে রয়েছে।
advertisement
advertisement
‘এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ’ মঞ্চের তরফে সুমন বিশ্বাস বলেন, ''রাজ্য সরকার এবং এসএসসি যোগ্যদের তালিকা এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করুক। যতক্ষণ তা না হচ্ছে, এই গরমের মধ্যে আমরা অনশনের সিদ্ধান্ত নিচ্ছি। আজকের মিছিলের পর সেখান থেকে আচার্য সদন আসুন।'' চাকরিহারা শিক্ষক পঙ্কজ রায়, আপাতত অনশনে বসছেন, পরবর্তী সিদ্ধান্ত আলোচনা করে জানানো হবে
advertisement
এদিকে, রাজ্যের স্কুলগুলিতে বেতন সংক্রান্ত পোর্টাল খোলা হয়েছে। যেখানে নাম রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদেরও। বুধবার কসবার শিক্ষাভবনের জেলা স্কুল পরিদর্শকের দফতরে ডেপুটেশন দিয়ে এসএলএসটি ও আর এলএসটি শিক্ষক ও শিক্ষাকর্মীরা জানতে চেয়েছিলেন, তারা এই মাসে বেতন পাবেন কিনা? তখনই তাদের বলে দেওয়া হয়েছিল, তারা বেতন পাবেন না এমন অর্ডার এখনও আসেনি অর্থাৎ তারা যে বেতন পাবেন সে বিষয়ে কিছুটা নিশ্চিন্ত হয়েছিলেন চাকরিহারারা।
advertisement
advertisement
advertisement