West Bengal News: ভিড় দোকানে সন্তানকে অন্য মহিলার কোলে দিলেন মা, তারপরই যা ঘটল...ভদ্রেশ্বরে মারাত্মক ঘটনা

Last Updated:

West Bengal News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাপদানি আটা রোডের বাসিন্দা জুঁই দেবী। স্বামী ও চারমাসের সন্তানকে নিয়ে বাজারে বেরিয়েছিলেন তিনি।

অত্যন্ত স্পর্শকাতরভাবে এক্ষেত্রে চিন্তাভাবনা করতে হবে। সন্তানদের লালন-পালনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাবা-মা। তাই, যদি একজন পুরুষ বা একজন মহিলা স্পর্শকাতরভাবে সন্তান লালন-পালনের জন্য প্রস্তুত না হন, তাহলে সমস্য়া হতে পারে।
অত্যন্ত স্পর্শকাতরভাবে এক্ষেত্রে চিন্তাভাবনা করতে হবে। সন্তানদের লালন-পালনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাবা-মা। তাই, যদি একজন পুরুষ বা একজন মহিলা স্পর্শকাতরভাবে সন্তান লালন-পালনের জন্য প্রস্তুত না হন, তাহলে সমস্য়া হতে পারে।
#হুগলি: মুখে বলেছিলেন, সাহায্য করতে চান। কিন্তু সেই সাহায্যের অছিলায় অন্যের সন্তানকে নিয়েই চম্পট দিয়েছিলেন এক মহিলা। আর ওই সন্তানের মায়ের অবস্থা হয়ে দাঁড়িয়েছিল করুণ (West Bengal News)। শেষমেশ পুলিশের সাহায্যে দিনের শেষে উদ্ধার করা শিশুটিকে। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরের চাপদানি বাজারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাপদানি আটা রোডের বাসিন্দা জুঁই দেবী। স্বামী ও চারমাসের সন্তানকে নিয়ে বাজারে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই একটি দোকানে শাঁখা পরতে ঢোকেন তিনি। কিন্তু ভিড়ে কোলের ছেলেকে নিয়ে শাখা পরতে অসুবিধা হচ্ছিল তাঁর। সেই সময়ই এক মহিলা এগিয়ে এসে জুঁই দেবীর থেকে তাঁর ছেলেকে নিজের কোলে নিয়ে নেন। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই মহিলার নাম কুসুম রায়।
advertisement
advertisement
জুঁই দেবীর অভিযোগ, কোলে করেই তাঁর সন্তানকে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান কুসুম রায়। তারপরও বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গেই ছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎই বাজার থেকে ফেরার সময় হঠাৎ তাঁদের থেকে সামনে থেকে বেরিয়ে কুসুম শিশুটিকে নিয়ে অন্যদিকে বেরিয়ে যান। এরপরই একটি টোটোতে উঠে উধাও হয়ে যান ওই মহিলা। সন্তানকে খুঁজে না পেয়ে চাঁপদানি থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা-মা।
advertisement
এরপর পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে মহিলাকে চিহ্নিত করে। এলাকার মানুষজনের মধ্যেও অনেকে মহিলাকে শনাক্ত করেন। শেষে পুলিশ খোঁজাখুঁজি করছে খবর পেয়ে শিশুটিকে কোলে নিয়ে ফাঁড়িতে হাজির হন ওই মহিলা। শেষমেশ বিকেলে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে শিশুকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ভিড় দোকানে সন্তানকে অন্য মহিলার কোলে দিলেন মা, তারপরই যা ঘটল...ভদ্রেশ্বরে মারাত্মক ঘটনা
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement