Child Missing Case: টিউশন পড়তে গিয়ে নিখোঁজ ৯-এর ছেলে! অবশেষে উদ্ধার ট্রাঙ্কের ভিতর, কালনায় শিউরে ওঠা কাণ্ড
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Child Missing Case: বাড়ি থেকে বেরিয়েছিল টিউশনে পড়তে, তারপর যেন হাওয়া! রাতভর খোঁজ, আতঙ্ক, থানায় অভিযোগ। শেষে আর্যকে পাওয়া গেল ট্রাঙ্কের ভিতর! শিউরে ওঠা কাণ্ড
কালনা: বাড়ি থেকে বেরিয়েছিল টিউশনে পড়তে, তারপর যেন হাওয়া! রাতভর খোঁজ, আতঙ্ক, থানায় অভিযোগ, শেষমেশ সকালবেলা পুলিশ নিজেই খুঁজে বার করল নিখোঁজ নাবালককে। তবে এই ঘটনা মোড় নিল চমকে দেওয়ার মতো! বাইরে নয়, ওই শিশুকে উদ্ধার করা হয় নিজের বাড়ির ফল রাখার গোডাউনের এক কোণে থাকা ছোট্ট টিনের বাক্স থেকে।
তাও আবার অচৈতন্য অবস্থায়! ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনা ২ নম্বর ব্লকের কুলেপাড়া গ্রামে। নিখোঁজ হওয়া শিশুর নাম আর্য সাঁতরা, বয়স ৯ বছর। সে কুলেপাড়া রাজগঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত পরিবর্তন স্কলারশিপ, বার্ষিক বৃত্তি ৭৫০০০ টাকা, জেনে নিন
বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয় স্থানীয় এক শিক্ষকের কাছে টিউশন পড়তে যাওয়ার কথা বলে। কিন্তু সন্ধে নামার পরও সে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। টিউশনের শিক্ষককে ফোন করতেই শোনা যায় আর্য তো পড়তেই যায়নি! এই খবরে আঁতকে ওঠে পরিবার। এরপরই রাতেই ছেলের নিখোঁজ হওয়ার লিখিত অভিযোগ দায়ের করা হয় কালনা থানায়। অভিযোগ পেয়ে পুলিশ রাতে প্রাথমিকভাবে তদন্ত শুরু করলেও, বৃহৎ তল্লাশি অভিযান শুরু হয় বৃহস্পতিবার সকালে।
advertisement
advertisement
আরও পড়ুন: অয়েল ইন্ডিয়াতে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, দশম-দ্বাদশ উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন! বিশদে জানুন
সকালেই কালনা থানার পুলিশ কুলেপাড়া গ্রামে গিয়ে গোটা এলাকা খুঁটিয়ে খোঁজ শুরু করে। আর তাতেই এক চাঞ্চল্যকর মোড় নেয় ঘটনা, আর্যকে বাড়ির মধ্যেই, ফল রাখার গোডাউনের এক কোণে রাখা পরিত্যক্ত টিনের ছোট বাক্সের ভিতরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে।
advertisement
আর্যর বাবা জানান, “ও কিছুদিন অসুস্থ ছিল, তখন পড়তে যায়নি। তারপর বুধবার পড়তে গিয়েছিল। একটা বাঁশতলা পেরিয়ে যেতে হয়। সেখানেই মনে হয় ভয় পেয়ে এই ঘটনা ঘটেছে। ও সবটা এখনও ঠিক ভাবে বলতে পারছে না। টিনের বাক্সটাও অনেক উঁচুতে ছিল ওখানে কীভাবে ঢুকল সেটাই বুঝতে পারছি না।”
তিনি আরও বলেন, “পুলিশ না থাকলে আমরা ছেলেকে হয়ত ফিরেই পেতাম না।” চিকিৎসকরা জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে আর্য। তবে পুরোপুরি সেরে ওঠার আগে পর্যন্ত বিশেষ নজর রাখা হবে। ঘটনা ঘিরে কুলেপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে ভয় পাওয়া একটা শিশু কীভাবে এমন বিপজ্জনক ভাবে বাক্সের মধ্যে ঢুকে পড়ল? তবে আর্য পুরোপুরি সুস্থ না হলে সবটা জানা যাবে না।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 5:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Missing Case: টিউশন পড়তে গিয়ে নিখোঁজ ৯-এর ছেলে! অবশেষে উদ্ধার ট্রাঙ্কের ভিতর, কালনায় শিউরে ওঠা কাণ্ড