Child Abduction: ছাদ টপকে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে চম্পট! চিৎকার করে উঠতেই ফেলে রেখে পালাল দুষ্কৃতীরা

Last Updated:

প্রতিদিনের মতই বৃহস্পতিবার রাতেও তাঁর বছর পাঁচেকের শিশুকন্যা বিপাশা দিদির সঙ্গে ঘুমোচ্ছিল। প্রায় রাত দেড়টা নাগাদ দুষ্কৃতীরা বাড়িতে হানা দেয় বলে পরিবারটির দাবি। বাড়ির মেন গেট বন্ধ থাকায় দুষ্কৃতীরা ছাদ দিয়ে সিড়ি টপকিয়ে শোয়ার ঘরে ঢুকে পড়ে

উত্তর ২৪ পরগনা: রাতের অন্ধকারে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! তাতে সফলও হয় দুষ্কৃতীরা। কিন্তু মাঝ রাস্তায় বছর পাঁচেকের বিপাশা দাস ভয় পেয়ে চিৎকার করে উঠলে দুষ্কৃতীরা তাকে রেখে চম্পট দেয়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জে।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ধানিখালি কাকারিয়া গ্রামে বাড়ি বিপ্লব দাসের। প্রতিদিনের মতই বৃহস্পতিবার রাতেও তাঁর বছর পাঁচেকের শিশুকন্যা বিপাশা দিদির সঙ্গে ঘুমোচ্ছিল। প্রায় রাত দেড়টা নাগাদ দুষ্কৃতীরা বাড়িতে হানা দেয় বলে পরিবারটির দাবি। বাড়ির মেন গেট বন্ধ থাকায় দুষ্কৃতীরা ছাদ দিয়ে সিড়ি টপকিয়ে শোয়ার ঘরে ঢুকে পড়ে। এরপর ওই ঘুমন্ত শিশুর মুখ চাপা দিয়ে তাকে নিয়ে চম্পট দেয়। প্রায় এক কিলোমিটার পথ যাওয়ার পর বিপাশা চিৎকার করে উঠলে দুষ্কৃতীরা খাল ধরে তাকে রেখে পালিয়ে যায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এরপর কোনক্রমে ওই শিশুটি একাই রাতে বাড়ির কাছে এসে পৌঁছতেই তার বাবা-মা বাইরে এসে দেখে সে ভয়ে থরথর করে কাঁপছে। এরপর ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে ওই পরিবার সহ গোটা এলাকায়। রাতের অন্ধকারে কে বা কারা ওই শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা বুঝতে পারছে না পরিবারটি। এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে হাসনাবাদ থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Abduction: ছাদ টপকে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে চম্পট! চিৎকার করে উঠতেই ফেলে রেখে পালাল দুষ্কৃতীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement