Multi Talented Girl: কণ্ঠস্বরে মাত করতে চায় বলিউডকে! ১৪ বছরের কিশোরীর বিরল প্রতিভা

Last Updated:

বছর ১৪-এর রিনি কাটোয়ার ডিসিসি গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ২০২১-এর নভেম্বর নাগাদ ইউটিউবের একটি জনপ্রিয় মিমিক্রি চ্যানেলের কাজ দেখে অনুপ্রাণিত হয়

+
রিনি

রিনি কুন্ডু 

পূর্ব বর্ধমান: কখনও ডোরেমন, কখনও সিনচ্যান আবার মুহূর্তেই কার্টুন চরিত্রের কণ্ঠস্বর বদলে হয়ে যাচ্ছে বোচ্যান, ছোটা ভীমের রাজু কিংবা মিকি মাউস। এমনই এক অদ্ভূত প্রতিভার খোঁজ মিলল কাটোয়া শহরে। কেবল মাত্র পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে এমনই নজর কাড়া দক্ষতা অর্জন করেছে রিনি কুন্ডু।
বছর ১৪-এর রিনি কাটোয়ার ডিসিসি গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ২০২১-এর নভেম্বর নাগাদ ইউটিউবের একটি জনপ্রিয় মিমিক্রি চ্যানেলের কাজ দেখে অনুপ্রাণিত হয়। এরপর সে তার এই ভয়েস মডিউলেশনের অভ্যাস শুরু করে। ২০২২ নাগাদ সে শুরু করে বিভিন্ন কার্টুন চরিত্রের মিমিক্রি করা। এসব শুনলে কখনওই মনে হবে না এই কিশোরী মিমিক্রি করছে। টেলিভিশনের পর্দায় ফুটে ওঠা কার্টুন চরিত্রগুলির সঙ্গে তার গলার পার্থক্য খুঁজে পাওয়া দুষ্কর।
advertisement
advertisement
তবে শুধুমাত্র মিমিক্রিই নয়,খুদে এই শিল্পী পারদর্শী বাঁশি, গিটার, কিবোর্ডের মত একের পর এক মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজানোতেও। গানের গলাও নেহাত মন্দ নয় এই শিশু শিল্পীর। একাধিক প্রতিভার অধিকারী পূর্ব বর্ধমান জেলার এই পড়ুয়ার। কম বেশি প্রত্যেকটা বাদ্যযন্ত্রের বিষয়েই তার ভাল দক্ষতা রয়েছে। তবলা হোক বা হারমোনিয়াম, গিটার কিংবা কিবোর্ড সবই সে বাজাতে পারে।
advertisement
মেয়ের এমন বহুমুখী প্রতিভায় স্বভাবতই খুশি রিনির মা মুন্নি কুণ্ডু। এই প্রসঙ্গে মুন্নিদেবী বলেন, তিনি চান মেয়ে আরও বড় জায়গায় এগিয়ে যাক। মেয়েকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা যা সহযোগিতা দরকার তিনি করবেন বলে জানান।
আরও খবর পড়তে ফলো করুন
রিনির ইচ্ছে সে ভবিষ্যতে ভয়েস ওভার আর্টিস্ট হবে। নিজের গলার স্বরকে হাতিয়ার করে মুম্বইতে ভয়েস ইন্ডাস্ট্রির একজন হতে চায়। ইতিমধ্যেই রিনি তার ভয়েস নিয়ে বেশ কিছু জায়গায় ছোটোখাটো কাজও করছে। স্বভাবতই মাত্র চোদ্দো বছরের কিশোরী এহেন বহুমুখী প্রতিভায় মুগ্ধ শহরবাসী থেকে নেট দুনিয়ার সকলেই।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Multi Talented Girl: কণ্ঠস্বরে মাত করতে চায় বলিউডকে! ১৪ বছরের কিশোরীর বিরল প্রতিভা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement