Chhatna Rajbari Durga Puja: বিবাদ মিটিয়ে প্রস্তুতি! শিকড়ের টানে ফেরার বড় সুযোগ, মিস করা যাবে না ৬০০ বছরের পুরনো 'এই' বনেদি বাড়ির পুজো

Last Updated:

পুজো আসছে। প্রস্তুত হচ্ছে রাজবাড়ির ৬০০ বছরের পুজো। মানুষের হাতে ছুটিও মিলছে। ফলেই একদম মিস না করে ঘুরে দেখুন সামন্তভূমের এক টুকরো ইতিহাস। 

+
বনেদি

বনেদি বাড়ির পুজোর প্রস্তুতি

ছাতনা,বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: হঠাৎ করে কী হল ছাতনা রাজবাড়িতে? লোকে লোকারণ্য! এলাকার মানুষ অবাক, তাহলে কী এবার ৬০০ বছর প্রাচীন পুজো বন্ধ হয়ে যাবে? আদৌ কী তাহলে সামন্তভূমের বনেদি পুজো দেখতে পাবে বাঁকুড়ার মানুষ। সকাল সকাল গোটা ছাতনা হাজির ছাতনা রাজবাড়িতে। রাজবাড়ির দুই পক্ষের বিবাদের জেরে এই অনিশ্চয়তা। রানীমার মৃত্যুর পর, মদনমোহনের মূর্তি সমেত প্রায় ৩০ টি মূর্তি কার কাছে থাকবে সেই নিয়ে শুরু হয় বিবাদ।
এত দিন বাশুলি মন্দিরের পুজো চালিয়ে যাচ্ছিলেন প্রদীপ সিংহ দেও। ১২ টি পরগনা নিয়ে ছাতনা রাজবাড়ি, সেই কারণে ১২ পরগনার রাজবাড়ির প্রতিনিধি এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সামনে এই বিবাদের একটি সমাধান খোঁজার চেষ্টা করা হয়। অবশেষে হাঁফ ছেড়ে বাঁচে পুজো প্রেমীরা। একসময় রাজ্য ছিল, রাজত্ব ছিল। আজ নেই কোনও রাজত্ব কিন্তু আছে রাজা এবং রাজ পরিবার।
advertisement
advertisement
বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে মানুষের আনাগোনা লেগে থাকলেও কিছুটা উপেক্ষিত থেকে যায় এই রাজবাড়ি। যেন অনেকে জানেনই না এই রাজবাড়ির কথা। তবে পুজো আসছে। প্রস্তুত হচ্ছে রাজবাড়ির ৬০০ বছরের পুজো। মানুষের হাতে ছুটিও মিলছে। ফলেই একদম মিস না করে ঘুরে দেখুন সামন্তভূমের এক টুকরো ইতিহাস।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছাতনা রাজ বাড়ির দুর্গাপুজোকে নিয়ে থাকে উন্মাদনা। সেই উন্মাদনায় জল ঢেলে যেতে বসেছিল, তবে পারিবারিক বিবাদের জেরে পুজো বন্ধ করতে চান না রাজ পরিবার। বহালতবিয়াতে চলছে প্রস্তুতি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhatna Rajbari Durga Puja: বিবাদ মিটিয়ে প্রস্তুতি! শিকড়ের টানে ফেরার বড় সুযোগ, মিস করা যাবে না ৬০০ বছরের পুরনো 'এই' বনেদি বাড়ির পুজো
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement