Cheapest Food: মাত্র ৫ টাকার বিনিময়ে পেট ভর্তি খাবার, জানেন কোথায় পাওয়া যাচ্ছে!

Last Updated:

Cheapest Food: রাজ্য সরকারের অনুপ্রেরণায় ও পুরুলিয়া পৌরসভার উদ্যোগে পুরুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায় মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভরতি খাবার।

+
৫

৫ টাকায় খাবার

পুরুলিয়া: বহু দিনমজুর পুরুলিয়ায় প্রতিদিন কাজ করতে আসেন।‌ এছাড়াও কর্মসূত্রেও নিত্যযাত্রীরা পুরুলিয়ায় এসে থাকেন। তাঁদের কথা চিন্তা করে ‌ পুরুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায় পুরুলিয়া পৌরসভার উদ্যোগে সূচনা করা হল মা ক্যান্টিনের। ‌সেখানে মাত্র পাঁচ টাকার বিনিময় খাবার খেতে পারবেন সকলে। পুরুলিয়া স্টেশন সংলগ্ন ডাক বাংলো এলাকায় এই মা ক্যান্টিন চলবে।
বহু দিনমজুর ও নিত্যযাত্রী, যারা পুরুলিয়া কাজের সূত্রে আসেন তারা এখান থেকে খাবার পাবেন। ‌ পুরুলিয়া পৌরসভা এলাকার সদর হাসপাতালে একটি মা ক্যান্টিন চলছে যেখানে প্রায় প্রত্যেকদিন ৪০০ জনের বেশি মানুষকে খাবার দেওয়া হয়। আরও একটি নতুন মা কিচেনের সংযোজন হল। এতে বহু মানুষ উপকৃত হবে।
advertisement
advertisement
পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী বলেন, অনেকে কাজের সন্ধানে এই শহরে আসেন। ‌ তাদের খাওয়ার জন্য প্রায় ৫০ থেকে ৬০ টাকা খরচ পড়ে যায়। এতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। ‌ তাই সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে মাত্র পাঁচ টাকার বিনিময় ভাত, ডাল, সবজি ও ডিম আমরা দিচ্ছি। আগামী দিনে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক‍্যাল কলেজ ও হাসপাতালের হাতোয়ারা ক্যাম্পাসেও মা ক্যান্টিন চালানো হবে বলেও জানান তিনি।
advertisement
দ্রব্যমূল্যের এই বাজারে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেট ভরতিখাবার পাওয়া যাচ্ছে পুরুলিয়ার স্টেশন সংলগ্ন ডাকবাংলো এলাকায়। ‌ রাজ্য সরকারের এই উদ্যোগে বহু মানুষ উপকৃত হচ্ছেন। ‌
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cheapest Food: মাত্র ৫ টাকার বিনিময়ে পেট ভর্তি খাবার, জানেন কোথায় পাওয়া যাচ্ছে!
Next Article
advertisement
Baranagar Incident Update: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
  • বরানগর শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!

  • পিসেমশাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে খুনের ছক৷

  • স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement