East Medinipur News: সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রীদের স্বপ্নপূরণ, বিরাট উদ্যোগ নিল ছাত্রদল
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
East Medinipur News: পাঁশকুড়া পূর্ণচন্দ্র গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর দুই ছাত্রী সম্বারি মান্ডি ও নন্দিনী মান্ডি, বই ও টিউশনির অভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল।
পাঁশকুড়া: সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর দুই ছাত্রীর কলেজে পড়ার স্বপ্ন। এই দুই ছাত্রী সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের। বাবা-মা দিনমজুরের কাজ করেন। ফলে সেই পরিবারে এধরনের স্বপ্ন দেখাটা বিলাসিতা। দশম শ্রেণীতে ওঠার সঙ্গে সঙ্গেই পড়াশোনা বন্ধ হয়ে যায়। যার অন্যতম কারণ ছিল প্রয়োজনীয় বই, শিক্ষা সামগ্রী এবং টিউশনির অভাব। ওই দুই ছাত্রী তাদের কলেজে পড়ার স্বপ্ন এভাবে মুখ থুবড়ে পড়বে বলে আশা করতে পারেনি। কিন্তু অবশেষে তাদের কলেজে পড়ার স্বপ্ন আবারও উজ্জীবিত হল। তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত মেচগ্রাম পূর্ণচন্দ্র গার্লস হাই স্কুলের এবারের দশম শ্রেণীর দুই ছাত্রী সম্বারী মান্ডি ও নন্দিনী মান্ডি। বই ও টিউশন এর অভাবে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল। দু’জনেরই পড়াশোনার ইচ্ছে রয়েছে অদম্য। স্বপ্ন কলেজ পাশ করে নিজেদের পায়ে দাঁড়ানো। কিন্তু সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার যেখানে নুন আনতে পান্তা ফুরায়। সেখানে এই স্বপ্ন দিবা কুসুমের মত। তাই পড়ার স্বপ্নকে বাদ রেখে গৃহকাজে মন বসায় ওই দুই ছাত্রী। তবে নতুন করে তাদের এই স্বপ্ন আবারও সাজিয়ে দিচ্ছে পাঁশকুড়ার ছাত্রদল।
advertisement
advertisement
সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পরিবার থেকে উঠে এলেও এস টি কার্ড হয়নি। ফলে পড়াশোনার ক্ষেত্রে, বঞ্চিত সরকারি সুযোগ-সুবিধা থেকে। ওই দুই ছাত্রী তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে যোগাযোগ করে পাঁশকুড়ার ছাত্রদলের সঙ্গে। পড়াশোনার ইচ্ছে জানায়। পাঁশকুড়ার ছাত্রদল ওদের সঙ্গে দেখা করে ওদের বই খাতা ও টিউশন এর ব্যাবস্থা ব্যবস্থা। ওই দুই ছাত্রীর বাড়িতে গিয়ে পৌঁছে দেয় বই-সহ অন্যান্য শিক্ষা সামগ্রী।
advertisement
এ বিষয়ে ছাত্রদলের সদস্য তথা গৃহ শিক্ষক পার্থপ্রতিম পতি জানান, ‘ওই দুই ছাত্রীর স্বপ্ন কলেজ পাশ করে নিজেদের পায়ে দাঁড়ানো। কিন্তু সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে উঠে আসায় ওই দুই ছাত্রীর দশম শ্রেণীতে ওঠার পরেই পড়াশোনা বন্ধ হয়ে যায়। পড়াশোনা চালিয়ে যেতে আমরা সমস্ত অসহায় ছাত্র ছাত্রীদের পাশে আছি। বই খাতা ও টিউশনির ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’ সামাজিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর এই দুই ছাত্রী যতদূর পর্যন্ত পড়াশোনা করবে তার ব্যবস্থা গ্রহণ করেছে পাঁশকুড়ার ছাত্রদল।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2025 1:13 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রীদের স্বপ্নপূরণ, বিরাট উদ্যোগ নিল ছাত্রদল