ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি! নয়া ডেস্টিনেশন কালনার ছাড়িগঙ্গা, জানুয়ারিতেই নয়া উদ্যোগ বন দফতরের
- Published by:Aryama Das
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
এসেছে গ্রে হেডেড শ্যাম্পেন, কটনটিল, পারপেল শ্যাম্পেন, ব্রোঞ্জ উইন জাকানা, লেসার হুইসেলিং ডার্ক, কমনকুট এবং আরও ১৫ প্রজাতির পরিযায়ী পাখি
#পূর্ব বর্ধমান: জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পাখি গণনা হবে পূর্ব বর্ধমানে। সেই গণনায় এবার জায়গা করে নিয়েছে কালনার ছাড়ি গঙ্গাও। এখানে এবার নানা প্রজাতির প্রচুর পরিযায়ী পাখি এসেছে। পর্যাপ্ত খাবার ও এই জায়গা নিরাপদ বুঝেই পরিযায়ী পাখিরা এখানে ঘাঁটি করছে বলে মনে করছে বন দফতর।বন দফতরের কাটোয়ার রেঞ্জ অফিসার শিবপ্রসাদ সিংহ-সহ প্রশাসনের প্রতিনিধিরা জলাশয় পরিদর্শন করেন। শিবপ্রসাদ সিংহ বলেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে পক্ষী গণনা হবে। এ বার কালনার ছাড়িগঙ্গাকে এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই প্রথম শীতের শুরুতেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির দল এসেছে কালনার ছাড়িগঙ্গায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জলাশয়ে এসেছে গ্রে হেডেড শ্যাম্পেন, কটনটিল, পারপেল শ্যাম্পেন, ব্রোঞ্চ উইন জাকানা, লেসার হুইসেলিং ডার্ক, কমনকুট, ওপেন বিল স্টক, পন্ড হেরন, গ্রিন বি ইটার-সহ অন্তত ১৫টি প্রজাতির পাখি। সংখ্যায় বেশি রয়েছে লেসার হুইসেলিং ডার্ক।
advertisement
শিবপ্রসাদবাবু জানান, নতুন ঠিকানায় যাওয়ার আগে পরিযায়ীরা দেখে নেয় সেখানে নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা রয়েছে কিনা। কালনার ছাড়িগঙ্গায় এই দু'টি থাকায় তারা নিরাপদ বোধ করছে। প্রচুর পাখি আসায় এই এলাকা নিয়ে বড় কিছু পরিকল্পনা করা যায় কিনা, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরসঙ্গে আলোচনা হবে।
advertisement
advertisement
পরিদর্শনে আসা প্রতিনিধিদের মধ্যে ছিলেন দুই বন সহায়ক রাজেন চন্দ ও সৌম্য ঘোষ, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিধান বিশ্বাস, কালনার উপ পুরপ্রধান তপন পোড়েল, কালনা উপ-সংশোধনাগারের আধিকারিক অর্পণজ্যোতি চক্রবর্তী এবং হাটকালনা পঞ্চায়েতের প্রধান শুভ্র মজুমদার।
advertisement
দূরবীনের সাহায্যে তাঁরা ছাড়িগঙ্গার বিভিন্ন জায়গা থেকে পাখিদের গতিবিধি লক্ষ্য করেন। জলাশয়টি কত লম্বা, তার পরিবেশ, কেন এই জলাশয় পাখিদের আকর্ষণ করেছে, পাখিদের কেউ উত্ত্যক্ত করছে কিনা, এমন নানা বিষয় অনুসন্ধান করেন তাঁরা। পাখিদের বিশ্রাম নেওয়ার মতো লম্বা গাছ ছাড়িগঙ্গার পাশে খুব একটা নেই। বর্ষার আগে কিছু গাছ সেখানে লাগানো হবে বলে জানিয়েছে বন দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2023 6:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি! নয়া ডেস্টিনেশন কালনার ছাড়িগঙ্গা, জানুয়ারিতেই নয়া উদ্যোগ বন দফতরের