ত্রিপল চাইতে এসে হুলস্থূল! চড়-থাপ্পড় থেকে শুরু করে কটূক্তি, তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিরোধীরা এলাকা উত্তপ্ত করার জন্যই এই কাজ করেছে বলে অভিযোগ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি।
#তমলুক: বিডিও অফিসের ভেতরে ঢুকে তাণ্ডব! অফিসে ঢুকে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দুই কর্মাধ্যক্ষের ওপর হামলা চালানো এবং তাঁদের মারধরের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে৷ অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে চড় থাপ্পড় মারধর এবং খুনের হুমকি খোদ সভাপতি এবং দুজন কর্মাধ্যক্ষকে৷ ত্রিপল চাইতে গিয়ে তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দুজন কর্মাধ্যক্ষকে প্রথমে কটূক্তি, পরে তাদের ওপর অতর্কিতে হামলা এবং মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে। খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়৷
advertisement
advertisement
তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি অন্তর্গত জানুবসান এলাকার শেখ রাজু ও সেখ নাসির সহ আরো দুজন ব্যক্তি পঞ্চায়েত সমিতিতে গিয়েছিলেন ত্রিপলের জন্য। আবেদন- নিবেদন করার মধ্যেই ক্ষিপ্ত হয়ে গিয়ে অভিযুক্ত যুবকরা পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ হাজরাকে অফিসে ঢুকে কটূক্তি করে, হামলা চালায় এবং খুনের হুমকিও দেয়।
advertisement
ঘটনার সময় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলকেশ সামন্ত ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আহসান উল্লাকে মারধর করে বলে অভিযোগ। এরপর ওই উত্তেজিত ৪ যুবক চম্পট দেওয়ার চেষ্টা করলে ব্লক চত্বরে দুই যুবক শেখ রাজু ও শেখ নাসীদকে ধরে ফেলে। পরে তমলুক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ হাজরার অভিযোগ, ‘‘চার যুবক মদ্যপ অবস্থায় এসে ত্রিপল চায়। ওঁদের দরখাস্ত আনতে বলার পরেই ওঁরা কর্মাধ্যক্ষ সহ বেশ কয়েকজন যুবককে মারধর করা শুরু করে। আমার রুমে এসে আমাকে হুমকি ও কটূক্তি করে। যদিও দুই যুবক আমার পঞ্চায়েত সমিতি হলেও বাকি দুই যুবক তমলুক শহরের।’’
advertisement
বিরোধীরা এলাকা উত্তপ্ত করার জন্যই এই কাজ করেছে বলে অভিযোগ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। ইতিমধ্যে তমলুক থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতি এই অভিযুক্তরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2022 8:38 AM IST