Chandannagar News: চোখে সানগ্লাস, মাথায় হেলমেট, মহিলাদের সুরক্ষায় তৈরি উইনার্স টিম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রীতিকর খবর পেয়ে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেন, তার জন্য এই বাহিনীকে দেওয়া হয়েছে ১০টি স্কুটি৷
#হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা, শিলিগুড়ি, বীরভূম এবং রাজ্যের আরও বেশ কয়েকটি জেলার পর হুগলিতে পথ চলা শুরু করল মহিলা পুলিশ বাহিনী, উইনার্স টিম। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অর্ণব ঘোষ উদ্বোধন করেন এই উইমেন্স উইনার্স টিমের।
চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ জানালেন, ২০ জন মহিলা কনস্টেবলকে নিয়ে তৈরি হয়েছে মহিলাদের সুরক্ষায় বিশেষ বাহিনী। মূলত চন্দননগর ও শ্রীরামপুরে থাকবে এই বাহিনী। ১০ জন চন্দননগর এবং ১০ জন শ্রীরামপুরে নজরদারি করবে। অপ্রীতিকর খবর পেয়ে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেন, তার জন্য এই বাহিনীকে দেওয়া হয়েছে ১০টি স্কুটি৷ মূলত নারী সুরক্ষার কথা মাথায় রেখেই এই টিম তৈরি করা হয়েছে৷ এই টিমের কাজ হল মহিলাদের যে কোনও রকম সুবিধা অসুবিধা নিয়ে কাজ করা । সে সাধারণ নিরাপত্তা হোক অথবা সাইবার নিরাপত্তা । এই টিম তৈরিতে নারীরাও নিজেদের সুরক্ষিত মনে করবে এবং কোনো সমস্যা হলে নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারবেন৷
advertisement
advertisement
যে সমস্ত জায়গায় মহিলাদের বেশি যাতায়াত ,যেমন মহিলা কলেজ, বাজার, শপিং মলের মত জায়গায় মোতায়েন থাকবে উইনার্স টিম।এদেরকে যাতে বিপদে পড়া নারীরা চিনতে পারেন,তার জন্য পুলিশের মহিলা বাহিনীর রয়েছে বিশেষ পোশাক৷ পরণে বিশেষ ধরনের কালো ইউনিফর্ম, চোখে সানগ্লাস, মাথায় কালো হেলমেট, সঙ্গে ম্যানপাক এবং কোমরে ব্যাটন।এরা সব সময় কমিশনারেটের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রেথে কাজ করবেন৷ কোথাও সাধারণ পুলিশ বাহিনীর প্রয়োজন হলে পুলিশ কন্ট্রোল রুমে জানাবেন উইনার্স টিম৷
advertisement
Rahi Haldar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2022 10:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandannagar News: চোখে সানগ্লাস, মাথায় হেলমেট, মহিলাদের সুরক্ষায় তৈরি উইনার্স টিম