Chandannagar News: চোখে সানগ্লাস, মাথায় হেলমেট, মহিলাদের সুরক্ষায় তৈরি উইনার্স টিম

Last Updated:

প্রীতিকর খবর পেয়ে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেন, তার জন্য এই বাহিনীকে দেওয়া হয়েছে ১০টি স্কুটি৷

Special women constable team has been formed
Special women constable team has been formed
#হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা, শিলিগুড়ি, বীরভূম এবং রাজ্যের আরও বেশ কয়েকটি জেলার পর হুগলিতে পথ চলা শুরু করল  মহিলা পুলিশ বাহিনী, উইনার্স টিম। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অর্ণব ঘোষ উদ্বোধন করেন এই উইমেন্স উইনার্স টিমের।
চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ জানালেন, ২০ জন মহিলা কনস্টেবলকে নিয়ে তৈরি হয়েছে মহিলাদের সুরক্ষায় বিশেষ বাহিনী। মূলত চন্দননগর ও শ্রীরামপুরে থাকবে এই বাহিনী। ১০ জন চন্দননগর এবং ১০ জন শ্রীরামপুরে নজরদারি করবে। অপ্রীতিকর খবর পেয়ে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেন, তার জন্য এই বাহিনীকে দেওয়া হয়েছে ১০টি স্কুটি৷  মূলত নারী সুরক্ষার কথা মাথায় রেখেই এই টিম তৈরি করা হয়েছে৷ এই টিমের কাজ হল মহিলাদের যে কোনও রকম সুবিধা অসুবিধা নিয়ে কাজ করা । সে সাধারণ নিরাপত্তা হোক অথবা সাইবার নিরাপত্তা । এই টিম তৈরিতে নারীরাও নিজেদের সুরক্ষিত মনে করবে এবং কোনো সমস্যা হলে নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারবেন৷
advertisement
advertisement
যে সমস্ত জায়গায় মহিলাদের বেশি যাতায়াত ,যেমন মহিলা কলেজ, বাজার, শপিং মলের মত জায়গায় মোতায়েন থাকবে উইনার্স টিম।এদেরকে যাতে বিপদে পড়া নারীরা চিনতে পারেন,তার জন্য পুলিশের মহিলা বাহিনীর রয়েছে বিশেষ পোশাক৷ পরণে বিশেষ ধরনের কালো ইউনিফর্ম,  চোখে সানগ্লাস, মাথায় কালো হেলমেট, সঙ্গে ম্যানপাক এবং কোমরে ব্যাটন।এরা সব সময় কমিশনারেটের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রেথে কাজ করবেন৷ কোথাও সাধারণ পুলিশ বাহিনীর প্রয়োজন হলে পুলিশ  কন্ট্রোল রুমে জানাবেন উইনার্স টিম৷
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandannagar News: চোখে সানগ্লাস, মাথায় হেলমেট, মহিলাদের সুরক্ষায় তৈরি উইনার্স টিম
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement