Bangla News: চন্দননগরে নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪৫ বছরের মহিলা শ্রমিক

Last Updated:

Bangla News: নির্মিয়মান আবাসন থেকে পরে মৃত্যু হল এক মহিলা নির্মান শ্রমিকের।মৃতের নাম শ্যামলী বাগ(৪৫)। বাড়ি চন্দননগর গোস্বামী ঘাট। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগর লালবাগান বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসন তৈরীর কাজ চলছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সোমনাথ ঘোষ, চন্দননগর: নির্মিয়মান আবাসন থেকে পরে মৃত্যু হল এক মহিলা নির্মান শ্রমিকের।মৃতের নাম শ্যামলী বাগ(৪৫)। বাড়ি চন্দননগর গোস্বামী ঘাট। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগর লালবাগান বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসন তৈরীর কাজ চলছে।
আরও পড়ুনঃ ৭ দিন পরেও স্বাভাবিক নয় ইন্ডিগো পরিষেবা, আজও বাতিল ৪৫০-র বেশি ফ্লাইট, DGCA–র শোকজের জবাব আজ সন্ধ্যায়!
আজ সকালে সেই আবাসনে কাজ করার সময় বাঁশের ভারা থেকে পরে যান মহিলা নির্মান শ্রমিক। তাকে তৎক্ষণাৎ চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।ঘটনার খবর পেয়ে আসে চন্দননগর থানার পুলিশ। হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হবে।
advertisement
advertisement
ওই আবাসনের নির্মাণ কর্মীদের অভিযোগ কোনরকম সেফটি বেল্ট ছিল না। তার জন্যই এত বড় দুর্ঘটনা। এই আবাসনের মালিক অচিন্ত্য দাস ও হারাধন ব্যানার্জি দুর্ঘটনার পর তাদের দেখা যায়নি।রাম চক্রবর্তী বলেন, পৌর নিগমের তরফে নির্মাণ কর্মীদের সেফটি সিকিউরিটির ব্যাপারে আগেই বলা হয়েছে এখানে বিষয়টা খতিয়ে দেখতে হবে। এর আগে এই ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এ ব্যাপারেও নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: চন্দননগরে নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪৫ বছরের মহিলা শ্রমিক
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement