অপরাধীদের কাজ দিয়েছিলেন অনুব্রত, গ্রেফতারের পর আবার বাড়বে চুরি-ছিনতাই? উঠছে প্রশ্ন
- Published by:Rachana Majumder
Last Updated:
Anubrata Mondal || নিজের সাম্রাজ্য যেরকম তৈরি করেছিলেন অনুব্রত মণ্ডল, ঠিক তেমনই প্রচুর অপরাধীকে অপরাধ থেকে সরিয়ে এনে কাজে লাগিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে। অনুব্রত এখন সিবিআই হেফাজতে। বন্ধ হয়েছে বালিরঘাট থেকে আরম্ভ করে বেশ কিছু রোজগারের জায়গা। হতাশ বীরভূমবাসী।
#বীরভূম: অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর থেকেই তাঁর প্রচুর সম্পত্তির হদিশ মিলছে। বিশেষত তাঁর হিসাব বহির্ভূত রোজগার নিয়ে প্রশ্ন উঠছে। অনুব্রতর গ্রেফতারি ভালভাবে নেননি বীরভূমের ৫০ শতাংশ মানুষ। অনুব্রত মণ্ডলের কাছে থেকে যাঁরা সাহায্য পেয়েছেন, তাঁরা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন। অন্যদিকে ২০১১ সালের পর থেকে বীরভূম জেলায় চুরি ছিনতাইয়ের মত ঘটনা প্রায় কমে গিয়েছিল। শোনা যাচ্ছে বহু মানুষকে কাজ দিয়েছিলেন অনুব্রত৷
২০১১ সালের পর থেকে বালিঘাট গুলোর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এই বালি ঘাটে ম্যানেজার থেকে আরম্ভ করে কর্মীরা, এদের বেশিরভাগই এক সময় অপরাধের সঙ্গে যুক্ত ছিল। তাদেরকে কাজ দিয়েছিলেন অনুব্রত। ফলে কমেছিল অপরাধ৷ তাহলে কি তাদের কাজ চলে গেলে আবার অপরাধ বেড়ে যাবে? ওই জেলার বেশিরভাগ মানুষের প্রশ্ন, মাথার ছাতা চলে যাওয়ার পরে বালিঘাটগুলো চলবে কীভাবে? সেটা নিয়ে সংশয়ে রয়েছে সবাই।
advertisement
advertisement
আরও পড়ুন- "শুধু তেরঙ্গা লাগালেই আপনি দেশপ্রেমিক হয়ে যাবেন না," বিজেপিকে আক্রমণ উদ্ধবের!
সূত্রের খবর, অনুব্রত মণ্ডল অসংগঠিত ক্ষেত্রে প্রচুর মানুষকে কাজের সঙ্গে যুক্ত করেছিলেন। সেই মানুষগুলো এখন বেকার হয়ে যাবে। নানুর এলাকায় বালিঘাট বন্ধ হওয়ার জন্য বেকার হয়ে গিয়েছেন প্রচুর মানুষ। সাধারণ মানুষের ধারণা আবার চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বাড়ার সম্ভাবনা রয়েছে জেলাতে। বিরোধীরা বলছেন, অনুব্রত মণ্ডলের কাছে কেউ সমস্যা নিয়ে গেলে তিনি পার্টি তহবিল থেকে আর্থিক সাহায্য করতেন। প্রশ্ন, সেই অর্থ কোথা থেকে আসত? মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আরম্ভ করে বালিঘাট, কয়লার ব্যবসা রাইস মিল সবই তাঁর। সিবিআইয়ের এবার লক্ষ বীরভূমে বেশ কয়েকটি এন জি ও সংস্থার দিকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2022 3:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অপরাধীদের কাজ দিয়েছিলেন অনুব্রত, গ্রেফতারের পর আবার বাড়বে চুরি-ছিনতাই? উঠছে প্রশ্ন