Finance Ministry allocates funds to states: ক্ষমতায় ফিরেই কল্পতরু মোদি সরকার, বিরাট ঘোষণা! বাংলার জন্য বরাদ্দ কত?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
৯ জুন তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি সরকার। ১০ জুন অর্থাৎ সোমবার মন্ত্রীদের নির্দিষ্ট মন্ত্রক বরাদ্দ করা হয়েছে। তার পরেই কেন্দ্র অর্থ বরাদ্দ করলেন বিভিন্ন রাজ্যে।
নয়াদিল্লি: ৯ জুন তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি সরকার। ১০ জুন অর্থাৎ সোমবার মন্ত্রীদের নির্দিষ্ট মন্ত্রক বরাদ্দ করা হয়েছে। তার পরেই কেন্দ্র অর্থ বরাদ্দ করলেন বিভিন্ন রাজ্যে।
সোমবার ট্যাক্স বাবদ আয় করা মোট ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা রাজ্যগুলির জন্য বরাদ্দ করেছে কেন্দ্রের অর্থ মন্ত্রক। ট্যাক্স বাবদ আয় করা টাকা রাজ্যগুলির উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রাজ্যগুলির উন্নয়নের কাজে গতি আনতে সাহায্য করবে। বরাদ্দ করা অর্থের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশকে বরাদ্দ করা হয়েছে ২৫,০৬৯.৮৮ কোটি টাকা। তার পরেই রয়েছে বিহার এবং মধ্যপ্রদেশ। এই দুই রাজ্যে বরাদ্দ করা হয়েছে যথাক্রমে ১৪০৫৬.১২ এবং ১০,৯৭০.৪৪ কোটি টাকা।
advertisement
advertisement
কেন্দ্রের বরাদ্দ করা অর্থের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ১০ হাজার ৫১৩ কোটি টাকা। সেই সঙ্গে উত্তরপূর্বের রাজ্যগুলির মধ্যে বরাদ্দ করা হয়েছে অসমকে ৪৩৭১.৩৮ কোটি টাকা, ত্রিপুরা থেকে বরাদ্দ করা হয়েছে ৯৮৯.৪৪ কোটি টাকা। মণিপুর, নাগাল্যান্ডকে বরাদ্দ করা হয়েছে ১০০০ কোটি এবং ৭৯৫ কোটি টাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2024 10:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Finance Ministry allocates funds to states: ক্ষমতায় ফিরেই কল্পতরু মোদি সরকার, বিরাট ঘোষণা! বাংলার জন্য বরাদ্দ কত?