CCTV and Child: মামার বাড়ি ঘুরতে এসে নিখোঁজ নুসরত, সিসিটিভি থেকে যা ভয়ানক সত্যি সামনে এল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
CCTV and Child: সিসিটিভি ফুটেজ দেখে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার! শোকের ছায়া পরিবারে
জঙ্গিপুর: রবিবার থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার ভোর রাতে একটি পুকুর থেকে ছোট্ট শিশুর মৃতদেহ উদ্ধার। মায়ের সঙ্গে মামার বাড়ি ঘুরতে এসে মর্মান্তিক মৃত্যু হলে এক শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হিজলতলা এলাকায়। সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্তকরণ করা হয় নিখোঁজের ঘটনা।
পরিবার সুত্রে জানা যায়, মৃত শিশু কন্যার নাম নুসরত জাহান (৩), বাড়ি ধুলিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খরবোনা এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার সকালে মায়ের সঙ্গে মামার বাড়ি একটি অনুষ্ঠানে আসে নুসরত।

advertisement
advertisement
পুকুর থেকে উদ্ধার দেহ
তারপর রবিবার দুপুর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। বহু খোঁজা খুঁজির পর সোমবার সকালে সামশেরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডাইরি দায়ের করে পরিবারের পক্ষ থেকে।
advertisement
অবশেষে মঙ্গলবার ভোর নাগাদ মামার বাড়ির আসেপাশে সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখা যায় শিশু কন্যা একটি পুকুরে অসাবধানতাবশত পড়ে যাচ্ছে। রবিবার মামার বাড়ির অনুষ্ঠানে এসে সে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে গিয়ে পুকুরে পড়ে যায় বলে জানা যায় স্থানীয় সুত্রে জানা যায়।
সোমবার সন্ধ্যা নাগাদ সিসিটিভি ফুটেজ দেখার পর শিশু কন্যার দেহ উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 3:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CCTV and Child: মামার বাড়ি ঘুরতে এসে নিখোঁজ নুসরত, সিসিটিভি থেকে যা ভয়ানক সত্যি সামনে এল