Tapas Saha: রাত পেরিয়ে ভোর, তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে এখনও সিবিআই! বড় বিপদে তাপস?

Last Updated:

গতকাল বিকেলে তাপস সাহার বাড়ি এবং সংলগ্ন কার্যালয়ে প্রথমে তল্লাশি শুরু করেন সিবিআই কর্তারা৷ একই সঙ্গে তৃণমূল বিধায়ককে শুরু হয় জিজ্ঞাসাবাদ৷

তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতে প্রহরায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতে প্রহরায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
তেহট্ট: গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা৷ তার পর রাত পেরিয়ে ভোর৷ তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশি এ দিন সকালেও চলছে৷
তবে শুধু তাপস সাহা একা নন, গতকাল বিকেলে একই সঙ্গে তেহট্টের বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়ালের হাওড়ার শ্যমপুরের বাড়ি সহ তিনটি জায়গায় তল্লাশি একযোগে তল্লা্শি শুরু করে সিবিআই৷ প্রত্যেক জায়গাতেই এ দিন সকাল পর্যন্ত ছিলেন সিবিআই কর্তারা৷
advertisement
advertisement
তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধেও সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ রয়েছে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
গতকাল বিকেলে তাপস সাহার বাড়ি এবং সংলগ্ন কার্যালয়ে প্রথমে তল্লাশি শুরু করেন সিবিআই কর্তারা৷ একই সঙ্গে তৃণমূল বিধায়ককে শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ কয়েক ঘণ্টা পর রাতেই তাপস সাহাকে বাড়ি থেকে বের করে নিয়ে তেহট্টেরই বি আর আম্বেদকর কলেজে নিয়ে গিয়ে তল্লাশি চালান সিবিআই কর্তারা৷ ঘণ্টা দুয়েক পর তাপসকে ফের তাঁর বাড়িতে ফিরিয়ে আনা হয়৷ তাপসের বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে বেশকিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি৷
advertisement
এর পর এ দিন ভোর থেকে ফের সিবিআই তৎপরতা শুরু হয়৷ তৃণমূল বিধায়কের বাড়ির পিছনের দিকে থাকা বাগান এবং পুকুর পাড় সংলগ্ন জায়গা ঘুরে দেখেন সিবিআই কর্তারা৷ ওই বাগানেই গতকাল যে পোড়া ছাই এবং আধপোড়া কাগজ মিলেছিল, তারও নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা৷ অন্যদিকে, এ দিন সকালেই তাপস সাহার বাড়ি থেকে বেরিয়ে সিবিআই-এর একটি দল তেহট্টেরই বহরবাঁধা এলাকায় তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়ালের অন্য একটি বাড়িতে পৌঁছন সিবিআই কর্তারা৷
advertisement
সূত্রের খবর, গতকাল প্রবীর কয়ালকে জিজ্ঞাসাবাদ করার সময় এই বাড়িটির কথা জানতে পারেন সিবিআই আধিকারিকরা৷ অভিযোগ, চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের থেকে তোলা মোটা টাকার কমিশন থেকেই এই বাড়ি তৈরি করেন প্রবীর কয়াল৷
তৃণমূল বিধায়ক তাপস সাহা অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন৷ দায় চাপিয়েছেন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের দিকেই৷ এ দিনও সিবিআই তল্লাশির ফাঁকে তাপস দাবি করেছেন, তিনি তদন্তে সহযোগিতা করছেন৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tapas Saha: রাত পেরিয়ে ভোর, তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে এখনও সিবিআই! বড় বিপদে তাপস?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement