CBI: এ বার জগদ্দল ও দত্তপুকুরের দুষ্কৃতীদের ধরতে পুরস্কার ঘোষণা করল সিবিআই
- Published by:Uddalak B
Last Updated:
CBI: গত ৩মে দত্তপুকুরে হাসানুর জামানকে ক্ষেতের মধ্যে হত্যা করে দুষ্কৃতীরা। সিবিআই সূত্রে খবর,পরিবারের অভিযোগ অনুসারে ভোটের ফল বার হওয়ার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল।
#কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঘটনায় এবার কাঁকুড়গাছির পর দত্তপুকুর ও জগদ্দলে খুনের ঘটনায় অভিযুক্ত পলাতকদের ধরতে পারলেই মাথা প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা সিবিআইয়ের (CBI)। দত্তপুকুরে খুনে পলাতক ছয় অভিযুক্ত এবং জগদ্দলে খুনের ঘটনায় পলাতক তিন অভিযুক্ত অর্থাৎ মোট ন'জন পলাতক অভিযুক্তকে ধরিয়ে দিতে পারলে মাথা প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা সিবিআইয়ের (CBI) ।
হুলিয়া জারি হয়েছে এদের বিরুদ্ধে। সিবিআই (CBI) সূত্রে খবর, দত্তপুকুরে খুনের ঘটনায় পলাতক ছয় অভিযুক্তদের ধরার জন্য মাথা প্রতি ৫০ হাজার টাকা ঘোষণা করল সিবিআই (CBI)। এদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে । গত ৩মে দত্তপুকুরে হাসানুর জামানকে ক্ষেতের মধ্যে হত্যা করে দুষ্কৃতীরা। সিবিআই সূত্রে খবর,পরিবারের অভিযোগ অনুসারে ভোটের ফল বার হওয়ার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। হাসানুর জামান ও তাঁর কয়েকজন আত্মীয় ৩ মে ক্ষেতে কাজ করছিলেন। সেসময় দুষ্কৃতীরা ঘিরে ফেলে। হাত বোমা, স্টিক, আইরন রড দিয়ে মারধর শুরু করে দুষ্কৃতীরা। স্বামীকে বাঁচাতে তাঁর স্ত্রী দুষ্কৃতীদের হাতে পায়ে ধরে যাতে তাঁর স্বামীকে প্রাণে না মেরে ফেলে। কিন্তু দুষ্কৃতীরা কোনও কথা না শুনেই বেধড়ক মারধর শুরু করে। আর তারপরেই হাসানুর জামানের মৃত্যু হয়। সেই ঘটনায় পলাতক ছয় অভিযুক্তকে ধরার জন্য মাথা প্রতি ৫০হাজার টাকা ঘোষণা করল সিবিআই (CBI)।
advertisement
advertisement
অন্য দিকে, জগদ্দলে খুনের ঘটনায় পলাতক তিন অভিযুক্তদের ধরার জন্য ৫০ হাজার টাকা মাথা প্রতি পুরস্কার ঘোষণা সিবিআইয়ের। পলাতক তিন অভিযুক্তের নাম ও ছবি সহ সিবিআই পুরস্কার ঘোষণা করেছে। গত ২ মে আকাশ যাদবকে বন্দুকের বাঁট দিয়ে মেরে ও গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। ভোটের ফল বেরোনো পর আকাশের ভাই অভিষেক যাদব রাস্তা দিয়ে বাইক নিয়ে ফেরার সময় দুষ্কৃতীরা চড়াও হয় তাঁর উপরে। সেসময় আকাশ যাদব এসে ভাইকে বাঁচান। দুষ্কৃতীরা চলে যায়। কিন্তু কিছু ক্ষণ পর আকাশ যাদব যখন একা রাস্তায় ছিলেন, তখন আচমকা ওই দুষ্কৃতীরা ফিরে আসে আগ্নেয়অস্ত্র নিয়ে। আকাশের উপর চড়াও হয়। তাঁকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করে বন্দুকের বাঁট দিয়ে। এর পর গুলি করে হত্যা করে। এরপর তাঁকে গোলঘর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুন: রাতের কলকাতায় আতঙ্ক! বাইপাসে মূক-বধির তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ
হাই কোর্টে নির্দেশ অনুসারে ভোট পরবর্তী হিংসা ঘটনা তদন্তভার নেয় সিবিআই। এরপর দত্তপুকুর ও জগদ্দলের খুনের তদন্তভার হাতে নেয়। সিবিআই টিম নিগৃহীতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করে। সেই দুটি খুনের ঘটনায় এবার পলাতক অভিযুক্তদের ধরতে মরিয়া সিবিআই। সে কারণে পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে ছবি-সহ হুলিয়া জারি করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2022 11:32 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI: এ বার জগদ্দল ও দত্তপুকুরের দুষ্কৃতীদের ধরতে পুরস্কার ঘোষণা করল সিবিআই