Asansol car tragedy: সেতু পেরোতে গিয়ে ভেসে গেল চালক সমেত গাড়ি! আসানসোলে মৃত কোল ইন্ডিয়ার আধিকারিক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর আজ সকালে গাড়ির ভিতর থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ মৃতের নাম চঞ্চল বিশ্বাস৷
দীপক শর্মা, আসানসোল: সেতুর উপর দিয়ে বইছিল নদীর জল৷ চালক ভেবেছিলেন, গাড়ি নিয়ে সেই জল পেরিয়ে যেতে পারবেন৷ আর সেই ঝুঁকি নিতে গিয়েই ঘটল বিপত্তি৷ গাড়ি সমেত ভেসে গেলেন কোল ইন্ডিয়ার এক আধিকারিক৷ চোখের সামনে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন আসানসোলের কল্যাণপুরের বাসিন্দারা৷
ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর আজ সকালে গাড়ির ভিতর থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ মৃতের নাম চঞ্চল বিশ্বাস৷ কোল ইন্ডিয়ার ওই আধিকারিক নিজেই গাড়ি চালিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে৷
মৃত কোল ইন্ডিয়ার ওই আধিকারিক আসানসোলের ধাদকার সুগম পার্ক এলাকার বাসিন্দা৷ শুক্রবার রাতে অফিস থেকেই বাড়ি ফিরছিলেন তিনি৷ সেই সময় কল্যাণপুরে গাড়ুই নদীর উপরে সেতু পার করার সময়ই দুর্ঘটনা ঘটে৷
advertisement
advertisement
গত বৃহস্পতিবার রাত থেকে একটানা বৃষ্টিতে আসানসোলের নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি যখন কল্যাণপুর হাউজিং সেতুর কাছে পৌঁছয়, তখন সেতুর উপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছিল নদীর জল৷ গাড়ির চালক চঞ্চলবাবু সম্ভবত ভেবেছিলেন, বড় গাড়ি হওয়ায় সহজেই সেতু পেরিয়ে চলে যেতে পারবেন তিনি৷ কিন্তু জলের গভীরতা এবং প্রবল স্রোত আন্দাজ করতে পারেননি তিনি৷
advertisement
গাড়িটি সেতুর মাঝামাঝি পৌঁছতেই জলের স্রোতে গাড়িটি ভেসে যেতে থাকে৷ চেষ্টা করেও গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি চঞ্চলবাবু৷ ঘটনার মুহূর্তের ভিডিওতে শোনা গিয়েছে, আশপাশে থাকা মানুষ চিৎকার করে চালককে বার বার গাড়ি থেকে নেমে আসতে বলেন৷
advertisement
যদিও গাড়ি থেকে না নেমেই কোনওভাবে গাড়িটিকে সেতুর উপরে ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা করতে থাকেন কোল ইন্ডিয়ার ওই কর্তা৷ কিন্তু জলের প্রবল স্রোতে ক্রমশ গাড়িটি নদীর জলে ভেসে যেতে থাকে৷ এই দুর্ঘটনার পর এ দিন সকাল থেকে গাড়িটির খোঁজে বোট নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে৷ বেশ কিছুক্ষণ তল্লাশির পর গাড়িটি উদ্ধার করা হয়৷ গাড়ির ভিতরেই চঞ্চলবাবুর মৃতদেহ উদ্ধার হয়৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2024 12:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol car tragedy: সেতু পেরোতে গিয়ে ভেসে গেল চালক সমেত গাড়ি! আসানসোলে মৃত কোল ইন্ডিয়ার আধিকারিক