Asansol car tragedy: সেতু পেরোতে গিয়ে ভেসে গেল চালক সমেত গাড়ি! আসানসোলে মৃত কোল ইন্ডিয়ার আধিকারিক

Last Updated:

ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর আজ সকালে গাড়ির ভিতর থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ মৃতের নাম চঞ্চল বিশ্বাস৷

এ দিন সকালে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় কোল ইন্ডিয়ার কর্তার দেহ৷
এ দিন সকালে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় কোল ইন্ডিয়ার কর্তার দেহ৷
দীপক শর্মা, আসানসোল: সেতুর উপর দিয়ে বইছিল নদীর জল৷ চালক ভেবেছিলেন, গাড়ি নিয়ে সেই জল পেরিয়ে যেতে পারবেন৷ আর সেই ঝুঁকি নিতে গিয়েই ঘটল বিপত্তি৷ গাড়ি সমেত ভেসে গেলেন কোল ইন্ডিয়ার এক আধিকারিক৷ চোখের সামনে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন আসানসোলের কল্যাণপুরের বাসিন্দারা৷
ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর আজ সকালে গাড়ির ভিতর থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ মৃতের নাম চঞ্চল বিশ্বাস৷ কোল ইন্ডিয়ার ওই আধিকারিক নিজেই গাড়ি চালিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে৷
মৃত কোল ইন্ডিয়ার ওই আধিকারিক আসানসোলের ধাদকার সুগম পার্ক এলাকার বাসিন্দা৷ শুক্রবার রাতে অফিস থেকেই বাড়ি ফিরছিলেন তিনি৷ সেই সময় কল্যাণপুরে গাড়ুই নদীর উপরে সেতু পার করার সময়ই দুর্ঘটনা ঘটে৷
advertisement
advertisement
গত বৃহস্পতিবার রাত থেকে একটানা বৃষ্টিতে আসানসোলের নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি যখন কল্যাণপুর হাউজিং সেতুর কাছে পৌঁছয়, তখন সেতুর উপর দিয়ে বিপজ্জনক ভাবে বইছিল নদীর জল৷ গাড়ির চালক চঞ্চলবাবু সম্ভবত ভেবেছিলেন, বড় গাড়ি হওয়ায় সহজেই সেতু পেরিয়ে চলে যেতে পারবেন তিনি৷ কিন্তু জলের গভীরতা এবং প্রবল স্রোত আন্দাজ করতে পারেননি তিনি৷
advertisement
গাড়িটি সেতুর মাঝামাঝি পৌঁছতেই জলের স্রোতে গাড়িটি ভেসে যেতে থাকে৷ চেষ্টা করেও গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি চঞ্চলবাবু৷ ঘটনার মুহূর্তের ভিডিওতে শোনা গিয়েছে, আশপাশে থাকা মানুষ চিৎকার করে চালককে বার বার গাড়ি থেকে নেমে আসতে বলেন৷
advertisement
যদিও গাড়ি থেকে না নেমেই কোনওভাবে গাড়িটিকে সেতুর উপরে ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা করতে থাকেন কোল ইন্ডিয়ার ওই কর্তা৷ কিন্তু জলের প্রবল স্রোতে ক্রমশ গাড়িটি নদীর জলে ভেসে যেতে থাকে৷ এই দুর্ঘটনার পর এ দিন সকাল থেকে গাড়িটির খোঁজে বোট নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে৷ বেশ কিছুক্ষণ তল্লাশির পর গাড়িটি উদ্ধার করা হয়৷ গাড়ির ভিতরেই চঞ্চলবাবুর মৃতদেহ উদ্ধার হয়৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol car tragedy: সেতু পেরোতে গিয়ে ভেসে গেল চালক সমেত গাড়ি! আসানসোলে মৃত কোল ইন্ডিয়ার আধিকারিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement